এক থ্রেডস ব্যবহারকারী জাকারবার্গকে জিজ্ঞেস করেন, এই লড়াইয়ের জন্য তারা দুইজন সম্মত হয়েছেন কি না। এর জবাবে তিনি বলেন, ‘ফান্ডিং সুরক্ষিত’।
Published : 07 Aug 2023, 04:42 PM
মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম ‘এক্স’-এর মালিক ইলন মাস্কের প্রস্তাবিত ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে প্রস্তুতি চলছে তারও।
সম্প্রতি উন্মোচিত সামাজিক মাধ্যম ‘থ্রেডস’-এর এক পোস্টে জাকারবার্গ লড়াইয়ের জন্য ২৬ অগাস্ট তারিখটি প্রস্তাব করছেন।
এর আগে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন মাস্ক। এতে তিনি দাবি করেন, এই লড়াইয়ের জন্য ‘সারাদিন’ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় জাকারবার্গ লেখেন : “আমি আজই প্রস্তুত…তবে সে এখনও নিশ্চিত করেনি।”
জুন মাসে থ্রেডস উন্মোচনের পর থেকেই সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এই দুই সোশাল মিডিয়া টাইকুন।
এক থ্রেডস ব্যবহারকারী জাকারবার্গকে জিজ্ঞেস করেন, এই লড়াইয়ের জন্য তারা দুইজন সম্মত হয়েছেন কি না। এর জবাবে তিনি বলেন, ‘ফান্ডিং সুরক্ষিত’। এর মাধ্যমে তিনি ২০১৮ সালে মাস্কের এক পোস্টের দিকে ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। সে সময় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলাকে ব্যক্তিমালিকানায় নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানানোর সময় একই কথা বলেছিলেন মাস্ক।
তবে ওই চুক্তি কখনও বাস্তবায়িত হয়নি। বরং মার্কিন বাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে দুই কোটি ডলারের জরিমানা গুনতে হয়েছিল মাস্ককে। এর পাশাপাশি, সে সময় টেসলার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। এ ছাড়া, টেসলা সম্পর্কে তিনি কী ধরনের বিষয়াদি টুইট করতে পারবেন তাতেও সীমা টেনে দেয় আদালত।
সাম্প্রতিক মাসগুলোয় একে অপরকে ‘ক্রমাগত খোঁচা দিয়ে যাচ্ছেন’ এই দুই প্রযুক্তি উদ্যোক্তা। রোববার মাস্ক দাবি করেন, তাদের লড়াই সরাসরি স্ট্রিম হবে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ।
মাস্ক বলেন, এই লড়াইয়ের সকল আর্থিক লভ্যাংশ যাবে বয়োবৃদ্ধদের তহবিলে।
এর আগে এক ব্যবহারকারী মাস্কের কাছে এই লড়াইয়ের কারণ জানতে চাইলে এর জবাবে তিনি বলেন, ‘এটা যুদ্ধেরই সভ্য রূপ। আর পুরুষ যুদ্ধ ভালবাসে’।
এক্স-এ এই লড়াই স্ট্রিম করার বিষয়ে জাকারবার্গ মাস্ককে খোঁচা দিয়ে বলেন, “আমাদের কী এর চেয়েও নির্ভরযোগ্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিৎ নয়, যেখান থেকে তহবিলের অর্থ আসলেই উঠে আসবে?”
জাকারবার্গের কথায় অবশ্য সত্যতা আছে। কারণ ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক হওয়ার পাশাপাশি জুলাইয়ের শুরুতে থ্রেডস অ্যাপ চালু করেছে মেটা। আর উন্মোচনের মাত্র পাঁচ দিনেই ১০ কোটি সাইন আপের মাইলফলক স্পর্শ করে এটি।
অন্যদিকে, মাস্কের (তৎকালীন টুইটার) অধিগ্রহণের পর থেকে বিভিন্ন পরিবর্তন আনায় বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছে ‘এক্স’। এর মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমটির পোস্ট দেখার জন্য ব্যবহারকারীকে লগ ইন করতে বাধ্য করার বিষয়টিও। এ ছাড়া, কোম্পানিটি থেকে ব্যাপক কর্মীও ছাঁটাই করেছেন মাস্ক।
জুন মাসে মাস্ক এক পোস্টে দাবি করেন, তিনি ‘লোহার খাঁচায় লড়াইয়ের জন্য প্রস্তুত’। এই ধরনের লড়াইয়ে সাধারণত কয়েকটি নিয়ম বেঁধে দেওয়া থাকে।
“লোকশন পাঠাও।”--সে সময় মাস্কের টুইট বার্তার স্ক্রিনশটের সঙ্গে লিখেছিলেন মার্ক।
তার জবাবে মাস্ক লেখেন “ভেগাস অক্টাগন”।
অষ্টভুজ আকৃতির এই লোহার খাঁচা নেভাডার লাস ভেগাসে অবস্থিত, যেখানে ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)’র প্রতিযোগিতা আয়োজিত হয়।
৫২ বছর বয়সী মাস্ক আরও লেখেন, “আমি একটা কৌশল জানি, যার নাম ‘দ্য ওয়ালরাস’ (সামুদ্রিক সিল)। আমি কেবল প্রতিপক্ষের ওপর গিয়ে শুয়ে পড়ি। এর পর আর কিছুই করতে হয় না আমাকে।”
পরবর্তীতে বেশ কয়েকটি সামুদ্রিক শিলের ভিডিও টুইট করেন মাস্ক। সব কিছু মিলিয়েই ইঙ্গিত মিলছে যে, জাকারবার্গকে দেওয়া চ্যালেঞ্জটি আসলে সিরিয়াস কিছু না।
“আমি খেলাটা পছন্দ করি। আর যাই ঘটুক না কেন, এতে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যাবো আমি।” --রোববার বলেন মার্শাল আর্টসে প্রশিক্ষিত জাকারবার্গ।