বিজ্ঞানী বা গবেষক নন, এমন লোকজনের কাছে নাসার ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করা বা সেটা বোঝা এখনও অনেক জটিল বিষয়।
Published : 16 Nov 2024, 03:50 PM
নতুন এক এআই চ্যাটবট তৈরির লক্ষ্যে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে একজোট হয়ে কাজ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
‘আর্থ কোপাইলট’ নামের এ চ্যাটবটটি দিয়ে পৃথিবী সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক তথ্য সহজেই খুঁজে পাওয়া যাবে। এমনকি এর মাধ্যমে আমাদের গ্রহ সম্পর্কে বিভিন্ন এমন প্রশ্নের জবাব মিলবে, যেখানে নাসা’র বিস্তৃত স্থানভিত্তিক তথ্যকে ‘সহজে বোঝা যায়’ এমন জবাবে রূপান্তর করবে চ্যাটবটটি।
এআই টুলটি বানাতে নিজেদের তথ্যভাণ্ডারের সঙ্গে এআই প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে যাচ্ছে নাসা।
এতে করে ‘স্যানিবেল দ্বীপে আঘাত হানা হারিকেন ইয়ানের প্রভাব কেমন ছিল?’ অথবা ‘কোভিড-১৯ মহামারি যুক্তরাষ্ট্রে বাতাসের মানে কী ধরনের প্রভাব ফেলেছে?’ এমন বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আর্থ কোপাইলট ওই তথ্যভাণ্ডার খতিয়ে দেখবে।
নাসার লক্ষ্য, আর্থ পাইলট চালু করে তাদের কাছে থাকা বিজ্ঞানভিত্তিক তথ্য ‘সবার জন্য উন্মুক্ত’ করা। কারণ, বিজ্ঞানী বা গবেষক নন, এমন লোকজনের কাছে নাসার ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করা বা সেটা বোঝা এখনও অনেক জটিল বিষয়।
“অনেকের জন্যই তথ্য খতিয়ে দেখা ও তা বের করে আনার মতো প্রযুক্তিগত ইন্টারফেইস ন্যাভিগেট করা, ডেটার ধরন বোঝা বা স্থাননির্ভর বিভিন্ন বিষয় বোঝা অনেক জটিল লাগতে পারে। আর, যারা প্রযুক্তি নিয়ে তেমন একটা কাজ করেন না, তারা এর জটিলতায় সাধারণত হাবুডুবু খান,” বলেছেন মাইক্রোসফটের ‘হেলথ অ্যান্ড পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট টাইলার ব্রাইসন।
“এআই প্রযুক্তি এমন আগ্রহে গতি বাড়িয়ে দিতে পারে, যেখানে কয়েক সেকেন্ডেই পৃথিবী সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে।”
বর্তমানে চ্যাটবটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন কেবল নাসার বিজ্ঞানী ও গবেষকরা, যারা এই টুলের সক্ষমতা পর্যালোচনা করে দেখবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।