এক সময়ের বন্ধু এ দুই প্রধান নির্বাহীর মধ্যে বেশ কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও ওপেনএআই নিয়ে বিরোধ চলছে।
Published : 13 Feb 2025, 03:04 PM
এবার ইলন মাস্ককে নিরাপত্তাহীনতায় ভোগা একজন অসুখী মানুষ বলে মন্তব্য করেছেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।
এক সময়ের বন্ধু এ দুই প্রধান নির্বাহীর মধ্যে বেশ কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও ওপেনএআই নিয়ে বিরোধ চলছে। দায়িত্বশীল এআই সমাধান তৈরির চেষ্টা ও বিকাশের লক্ষ্যে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন তারা।
প্রতিষ্ঠার পর থেকে ওপেনএআই’কে ‘ফর প্রফিট’ বা মুনাফা মুখী হিসাবে চালানো উচিত কি না তা নিয়ে বিরোধের কারণে এই জুটি আলাদা হয়ে যান বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
বর্তমানে ওপেনএআই কেনার জন্য প্রায় ১০ হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। এরপরে তাদের মধ্যকার এই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। তবে মাস্ক এ প্রস্তাব আন্তরিকভাবে দিয়েছেন নাকি কেবল অল্টম্যানকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে করেছেন সে বিষয়টিও স্পষ্ট নয়।
জবাবে অল্টম্যান রসিকতা করে বলেছেন, মাস্কের কাছ থেকে ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারে এক্স কিনবেন তিনি, যা মাস্কের দেওয়া প্রস্তাবের দশ ভাগের এক ভাগ দাম।
তারপর থেকেই অনলাইনে সমালোচনার ঝড় তুলে চলেছেন তারা দুজন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ওপেনএআই প্রধানকে ‘প্রতারক অল্টম্যান’ বলে বর্ণনা করেছেন মাস্ক।
এরপরই মাস্ক সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করে পাল্টা আক্রমণ করেন অল্টম্যান। তিনি এক্স এ লিখেছেন, ‘নিরাপত্তাহীনতার’ ওপর ভিত্তি করে ওপেনএআই কেনার জন্য প্রস্তাবটি দিয়েছেন মাস্ক এবং তিনি একজন ‘অসুখী’ মানুষ।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, এ প্রস্তাবটি ছিল ওপেনএআইয়ের গতিকে ধীর করার উদ্দেশ্যে একটি সিরিজ কৌশলের অংশ। যাতে নিজস্ব কোম্পানি এক্সএআই নিয়ে এগিয়ে যেতে পারেন মাস্ক।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গকে অল্টম্যান বলেছেন, “আমি মাস্কের কষ্ট অনুভব করতে পারছি। সম্ভবত তার পুরো জীবনটাই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে গেছে।”
“আমার ধারণা, সে সুখী মানুষ নয়।”