স্কুলটির অবস্থান টেক্সাসের ব্যাস্ট্রোপ শহরের বাইরে। ঐতিহাসিক এই ছোট শহরটি এরইমধ্যে মাস্কের মালিকানাধীন বিভিন্ন ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে।
Published : 19 Dec 2024, 03:43 PM
ব্যবসার পাশাপাশি রাজনীতিতে হস্তক্ষেপ করেও সন্তুষ্ট হতে পারলেন না ইলন মাস্ক। এবার তার পরবর্তী উদ্যোগ যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর চেষ্টা। সেই লক্ষ্যে এবার প্রি-স্কুল খুলছেন তিনি।
সম্প্রতি ‘অ্যাড অ্যাস্ট্রা’ নামে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রি-স্কুলে অর্থায়ন করছেন এই ধনকুবের। ২১ জন শিক্ষার্থীর এই প্রি-স্কুলটি সরকারি অনুমতি পেয়েছে সম্প্রতি।
দেশটির বেসরকারি স্কুলের ওয়েবসাইট ‘মন্টেসরি’তে উল্লেখ রয়েছে, তিন থেকে নয় বছর বয়সী সব ধরনের শিক্ষার্থীদের জন্য খোলা এই স্কুলের দ্বার। তবে মার্কিন প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, স্কুলটিতে এখনও শিশু বা শিক্ষকের কোনও চিহ্নমাত্র নেই।
স্কুলটির অবস্থান টেক্সাসের ব্যাস্ট্রোপ শহরের বাইরে। ঐতিহাসিক এই ছোট শহরটি এরইমধ্যে মাস্কের মালিকানাধীন বিভিন্ন ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এ শহরের কাছে অবস্থিত মাস্কের টানেলিং ব্যবসা ‘বোরিং কোম্পানি’। এর কাছেই রয়েছে মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স-এর স্টারলিংক স্যাটেলাইটের নির্মাণ সাইট। ওই এলাকায় এক্স-এর মালিকানাধীন একটি ভবন নির্মাণের কাজও চলছে।
ব্লুমবার্গ বলেছে, শিক্ষামূলক কাজে আগ্রহ রয়েছে মাস্কের। ধারণা করা হচ্ছে, নতুন এই প্রিস্কুলটি নিজের কোম্পানিতে কাজ করে এমন কর্মীর সন্তানদের পড়ানোর জন্য তৈরি করতে পারেন তিনি।
‘অ্যাড অ্যাস্ট্রা’র একজন প্রশিক্ষকের জন্য চাকরির পোস্টিংয়ে লেখা রয়েছে, “মা-বাবারা যদি সন্তানদের এমন সাফল্যকে সমর্থন করেন, যা তাদের সম্ভাবনার ক্ষেত্রকে বাড়িয়ে তুলবে ও সন্তানরা পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের মধ্যে বেড়ে উঠবে তবে এমন পরিবেশ কেবল খাঁটি মন্টেসরিই দিতে পারে।”
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০২৪ সালে নির্বাচনের প্রচারে একজন সোচ্চার ও আর্থিক সমর্থক ছিলেন মাস্ক। আর এ দুজন ব্যক্তিই বর্তমান মার্কিন শিক্ষা ব্যবস্থায় থাকা সাম্প্রতিক বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগকে অবজ্ঞা করে মন্তব্য করেছেন।
মাস্কই প্রথম প্রযুক্তি ব্যক্তিত্ব, যিনি বিভিন্ন মার্কিন স্কুলের শিক্ষা বিষয়ে নিজের মতামত প্রয়োগ করেছেন।
এর আগে, ফেইসবুকের নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ ‘সামিট লার্নিং’য়ের সঙ্গে নিজেকে যোগ করেছিলেন। বিভিন্ন প্রিস্কুলের একটি সিরিজে অবদান রেখেছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। জনশিক্ষার জন্য বিভিন্ন ধারণা প্রস্তাব করার দীর্ঘ ইতিহাস রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। যেমন ‘চার্টার স্কুল’ ও ‘কমন কোর স্টেট স্ট্যান্ডার্ড’।