অতীতে একই ধরনের ফিচার চালু করে বিতর্কের মুখে পড়েছে ফেইসবুক ও টুইটারের মতো প্ল্যাটফর্ম। ফলে, ২০১৮ সালে ফিচারটি বন্ধ করতে বাধ্য হয় ফেইসবুক।
Published : 10 Oct 2023, 04:31 PM
‘ট্রেন্ডিং টপিকস’ নামের সুবিধা যে কোনো সময় যোগ হতে পারে মেটার থ্রেডস অ্যাপে।
সম্ভাব্য এই নতুন ফিচার নজরে আসে যখন একজন অ্যাপ নির্মাতা ফিচারটি ব্যবহারের স্ক্রিনশট রিপোস্ট করেন, যেটি এর আগে শেয়ার করেছিলেন মেটার এক কর্মী।
ওই স্ক্রিনশট রিপোস্ট করা অ্যাপ নির্মাতার নাম উইলিয়াম ম্যাক্স। আরেক পোস্টে তিনি বলেন, “বিষয়টা পরিষ্কার করা দরকার যে আমি কোনো ‘ফাঁসকারী’ নই।”
প্রযুক্তি জগতে বিভিন্ন নির্মাতার বিভিন্ন পণ্যের তথ্য অন্য কারো মাধ্যমে আগাম পোস্ট করার চল রয়েছে। অনেক ক্ষেত্রেই সেগুলো মূল কোম্পানির নিজস্ব ডকুমেন্ট বেহাত হওয়ার ফলে প্রকাশিত হয়। যারা এ কাজগুলো করেন, তাদের বলা হয় ‘লিকার’ বা ফাঁসকারী।
“আমি শুধু মেটার বিভিন্ন প্রকৌশলী ও কর্মীর অ্যাকাউন্ট ফলো করি। তাদের একজন ভুলে প্রাইভেট স্ক্রিনশট পোস্ট করে ফেলেন। সৌভাগ্যক্রমে আমি সেটা সঠিক সময়ে দেখে ফেলি। তবে, আমি পোস্টদাতার নাম বলব না।”
ম্যাক্সের ওই পোস্টে ‘@eddygraphic1’ নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, “এটা কী আসল স্ক্রিনশট?”
এর জবাবে ম্যাক্স বলেন, “এটা আসল, এক কর্মী ভুলে পোস্ট করে ফেলেছেন।”
‘@brian.g.holm’ নামের আরেক ব্যবহারকারী বলেন, “প্লিজ গড, এটা যেন আসল হয়। আর শীঘ্রই আসে।”
এর জবাবে ম্যাক্স বলেন, “এটা আসল। তবে এটা শীঘ্রই আসবে কি না, তা আমি জানি না।”
স্ক্রিনশটে দেখা যায়, এতে বিভিন্ন ‘টপিক’ তালিকাভুক্ত হয়েছে থ্রেডস সংখ্যার ওপর ভিত্তি করে। তবে, সেগুলো জনপ্রিয়তার ভিত্তিতে শ্রেণিভুক্ত নয়।
উদাহরণ হিসেবে ধরা যায়, মার্কিন র্যাপার ড্রেকের নতুন গান ‘ফর অল দ্য ডগস’ প্রায় ৬০ হাজার থ্রেডস পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে, যেখানে ৯১ হাজার থ্রেডস পেয়েও চতুর্থ স্থানে রয়েছে ‘লোকি সিজন ২’। ফলে, এই তালিকা কোন পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তা পরিষ্কার নয়।
স্ক্রিনশটে ট্রেন্ডিং টপিকস দেখা গেছে সার্চ ট্যাবের পাশে। ফিচারটি সামাজিক মাধ্যমে রাখা স্বাভাবিক বিষয় মনে হলেও এতে সমস্যাও রয়েছে। অতীতে একই ধরনের ফিচার চালু করে বিতর্কের মুখে পড়েছে ফেইসবুক ও টুইটারের মতো প্ল্যাটফর্ম। ফলে, ২০১৮ সালে ফিচারটি বন্ধ করতে বাধ্য হয় ফেইসবুক।
অন্যদিকে, ট্রেন্ডিং সেকশনে বিভিন্ন বিষয়ভিত্তিক বট অ্যাকাউন্টের ‘স্প্যাম’ নিয়ে লড়াই করছে এক্স।