অভিযোগ প্রমাণিত হলে মেটার বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা হওয়ার পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক অনুশীলন বদলানোর আদেশও আসতে পারে।
Published : 13 Jul 2023, 08:12 PM
অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নীতিমালা লঙ্ঘন নিয়ে। সে অভিযোগ প্রমাণ করা গেলে বিশাল জরিমানার ভয় আছে। সেটা ঠেকাতেই এক রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিচ্ছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা।
বৃহস্পতিবারের এই শুনানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মেটার প্ল্যাটফর্মগুলোয় নিজেদের পরিষেবার বিজ্ঞাপন দেখানোর অভিযোগ তুলেছেন ইইউ’র নিয়ন্ত্রকরা।
গেল ডিসেম্বরে মেটার কাছে একটি চার্জশিট পাঠিয়েছে ইউরোপীয় কমিশন। আর এতে কোম্পানির দুটি কার্যক্রম বিশেষভাবে তুলে ধরা হয় যাতে দেখা যায়, বাজারে থাকা নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে মেটা।
অভিযোগ হচ্ছে, মেটা তার বিজ্ঞাপন পরিষেবা ফেইসবুক মার্কেটপ্লেসের সঙ্গে জুড়ে দিয়ে করে অন্যায্য সুবিধা আদায় করে নিচ্ছে।
ফেইসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখানো প্রতিদ্বন্দ্বী পরিষেবাগুলোর ওপর অন্যায্য শর্ত চাপিয়ে দেওয়া নিয়েও অভিযোগ তুলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এই শুনানি নিয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজী হয়নি মেটা। তবে, কমিশনের বিভিন্ন জ্যেষ্ঠ অ্যান্টিট্রাস্ট কর্মকর্তা ও তাদের সঙ্গে কাজ করা জাতীয় নিয়ন্ত্রকরা ফেইসবুকের যুক্তি শোনার জন্য শুনানিতে উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
“ইউরোপীয় কমিশনের তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। আমাদের পণ্য উদ্ভাবন যেন গ্রাহকবান্ধব ও প্রতিযোগিতাবান্ধব হয়, তা নিশ্চিত করতে আমরা নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।” --এক বিবৃতিতে বলেন মেটার আইনজীবি টিম ল্যাম্ব।
ইইউ’র অ্যান্টিট্রাস্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মেটার বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা হওয়ার পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক অনুশীলন বদলানোর আদেশও আসতে পারে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়টার্সকে বলেন, এর আগেও মামলা নিষ্পত্তির চেষ্টা করেছে মেটা।