তথ্য ফাঁসকারীর অভিযোগ শুনবে মার্কিন সিনেটের বিশেষ কমিটি। এরই মধ্যে তার সঙ্গে কথা বলেছেন জনপ্রতিনিধিরা।
Published : 25 Aug 2022, 07:49 PM
টুইটারের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর বাজার নিয়ন্ত্রকদের ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করা প্রসঙ্গে মার্কিন সিনেটে সাক্ষ্য দিতে যাচ্ছেন তথ্য ফাঁসকারী ও কোম্পানির সাবেক নিরাপত্তা প্রধান পিটার ‘মাজ’ জাটকো।
রয়টার্স জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর টুইটার নিয়ে জাটকোর সকল অভিযোগ আর বক্তব্য শুনবে সিনেটের বিশেষ কমিটি।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে জাটকোর অভিযোগ, টুইটার কঠোর নিরাপত্তা পরিকল্পনার কথা বলে মিথ্যাচার করেছে; হ্যাকার এবং স্প্যাম অ্যাকাউন্ট মোকাবেলার জন্য যথাযথ প্রস্তুতি না থাকলেও এ প্রসঙ্গে বারবার মিথ্যা ব্যাখ্যা দিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করেছে কোম্পানিটি।
রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই ‘সিনেট জুডিশিয়ারি কমিটি’র প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে নিজের অভিযোগগুলো জানিয়েছেন জাটকো।
এ ছাড়াও সিনেটের ‘হাউজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’ এবং ‘ইন্টেলিজেন্স কমিটি’র সদস্যদের সঙ্গেও জাটকো তার অভিযোগ নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র কাছে ৮৪ পাতার অভিযোগ দাখিল করেছিলেন জাটকো। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে হাতে এসেছে সেই অভিযোগরে সংক্ষিপ্ত কপি।
টুইটারের বিরুদ্ধে জাটকো অভিযোগ তুলেছেন, কোম্পানিটি স্প্যাম ও বট অ্যাকাউন্টের উপস্থিতি মোকাবেলা করার বদলে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দেন কোম্পানির নির্বাহী কর্মকর্তারা। দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে এক কোটি ডলার পর্যন্ত বোনাস নেন কোনো কোনো ব্যবহারকারী। এ ছাড়াও, টুইটারের নিজস্ব প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা এতোই দুর্বল যে প্রতি সপ্তাহেই অন্তত একটি করে গুরুতর ঘটনা ঘটতেই থাকে।
তবে, জাটকোর অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছে টুইটার।
এ পরিস্থিতি নিয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির প্রধান সিনেটর রিচার্ড ডার্বিন এবং রিপাবলিকান পার্টির সিনেটর চাক গ্রেসলি বলেন, “সিনেট জুডিশিয়ারি কমিটি বিষয়টি নিয়ে আরও তদন্ত করবে এবং এই উদ্বেগজনক অভিযোগগুলোর রহস্য উদঘাটনে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেবে।”
রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহেই জাটকোর সঙ্গে দেখা করেছেন ডেমোক্রেটিক দলের সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।
‘বিগ টেক’ হিসেবে পরিচিতি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখার জন্য পরিচিতি আছে ব্লুমেন্থালের। জাটকোর সাম্প্রতিক অভিযোগ নিয়ে এফটিসি প্রধান লিনা খানের কাছে চিঠি লিখে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
পশ্চিমা সাইবার নিরাপত্তা খাতে আলাদা পরিচিতি আছে পিটার জাটকোর। হ্যাকারদের মধ্যে তিনি পরিচিত ‘মাজ’ নামে।
নব্বইয়ের দশকের শেষের দিকে হ্যাকারদের তরফ থেকে সরকারি পর্যায়ে সহযোগিতার লক্ষ্যে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। ১৯৯৮ সালে সাইবার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতেও অংশ নিয়েছিলেন। পরে গুগল এবং যুক্তরাষ্ট্র সরকারের গবেষণা সংস্থা ডারপার গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।
২০২০ সালে বারাক ওবামা এবং জো বাইডেনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়লে জাটকোকে কোম্পানির নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রধান নির্বাহী জ্যাক ডরসি।