আসন্ন এই ফোনে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।
Published : 15 Mar 2023, 06:52 PM
শীঘ্রই গ্রাহকের কাছে পৌঁছাবে গুগলের ‘ফোল্ডএবল ডিভাইস’ পিক্সেল ফোল্ড। তবে, তথ্যটি নির্মাতা কোম্পানি দেয়নি, দিয়েছেন নির্ভরযোগ্য এক ফাঁসকারী।
প্রযুক্তিবিষয়ক সাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ডের তথ্য অনুযায়ী, আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উন্মোচিত হতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।
মঙ্গলবার এই নির্ভরযোগ্য ফাঁসকারী টুইট করেন, আসন্ন এই ফোনে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।
Google Pixel Fold (yep, that's the name):
— Roland Quandt (@rquandt) March 14, 2023
256GB base storage (no idea if other variants)
Colors: Carbon, Porcelain
Available in June
Google Pixel 7a:
128GB only (?)
Colors: Carbon, Cotton, Arctic Blue, possibly Jade
Available in Junehttps://t.co/xxQv3KKwGT
RT appreciated!
দীর্ঘ সময় ধরে এই ফোল্ডএবল ডিভাইস নিয়ে জল্পনা চললেও সম্প্রতি শোনা যাচ্ছে, পরবর্তী কয়েক মাসের মধ্যেই ডিভাইসটির ঘোষণা আসতে পারে। তবে, জানুয়ারিতে এমন সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দেয় কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইলেক’। তারা বলছে, জুলাই বা অগাস্টের আগে এর স্ক্রিন উৎপাদনের কাজ শুরু হচ্ছে না।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, জুনে ডিভাইস উন্মোচনের লক্ষ্যে গুগল নিজের ডিসপ্লে উৎপাদক স্যামসাংয়ের সঙ্গে মিলে উৎপাদনের সময় এগিয়ে নিয়েছে, এমন সম্ভাবনাও রয়েছে।
উইনফিউচার বলছে, এই ফোন কিনতে খরচ পড়তে পারে আনুমানিক এক হাজার আটশ ডলার। অবশ্য, এই তথ্য নির্ভরযোগ্য নাও হতে পারে বলে উল্লেখ করেছে সাইটটি। তবে, এই সংখ্যার সঙ্গে ভার্জের অনুমানের মিল আছে।
ডিভাইসের আনুষ্ঠানিক ঘোষণার আগে হয়ত এর দাম সম্পর্কে জানা যাবে না। জুন মাস আসার আগে বেশ খানিকটা সময়ও আছে। এরই মধ্যে ১০ মে নিজেদের ‘আই/ও কিনোট’ আয়োজন করছে গুগল। তাই এটা নিরাপদভাবেই বলা যায়, তখন এই বিষয়ে শোনা যাবে।
এর আগের বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ অনুমান প্রকাশ করেছে, ফোনের সামনের দিকের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে গুগলের টেনসর চিপ থাকতে পারে, এমন ধারণাও প্রকাশ করেছে ভার্জ।