“১২ জিবি’র ‘আরটিএক্স ৪০৮০’ একটি চমৎকার গ্রাফিক্স কার্ড, তবে এর নামটি ঠিকঠাক হয়নি।” -- ভুল স্বীকার করে এনভিডিয়া লিখেছে, “৪০৮০ নামে দুটি জিপিইউ থাকা বিভ্রান্তিকর।”
Published : 15 Oct 2022, 04:42 PM
আসন্ন ১২ জিবি’র ‘আরটিএক্স ৪০৮০’ গ্রাফিক্স কার্ড ঘোষিত সময়ে উন্মোচন করছে না এনভিডিয়া। গত সপ্তাহে তুলনামূলক বেশি ক্ষমতার ১৬ জিবি মডেল আত্মপ্রকাশের সঙ্গে নতুন এই গ্রাফিক্স কার্ড দেখিয়েছিল কোম্পানিটি।
“১২ জিবি’র ‘আরটিএক্স ৪০৮০’ একটি চমৎকার গ্রাফিক্স কার্ড, তবে এর নামটি ঠিকঠাক হয়নি।” -- ভুল স্বীকার করে এক ব্লগ পোস্টে লিখেছে এনভিডিয়া।
“৪০৮০ নামে দুটি জিপিইউ থাকা বিভ্রান্তিকর।”
আপাতত ১২জিবি’র আরটিএক্স ৪০৮০ মডেলের উন্মোচন আটকে দিলেও আগামী ১৬ নভেম্বর ১৬ জিবি কার্ডটির সংস্করণ আসবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার ১২জিবি’র মডেলে ‘আরটিএক্স ৪০৮০’ নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা বেড়েই চলছিল, বিশেষ করে যখন ১৬ জিবি’র মডেল যথেষ্টই আলাদা।
১২ জিবি’র আরটিএক্স ৪০৮০ মডেলের দাম শুরু হওয়ার কথা ৮৯৯ ডলার থেকে।
এতে আছে ‘৭৬৮০ সিইউডিএ কোর’ ও দুই দশমিক ৩১ গিগাহার্টজ ‘বেইজ ক্লক’, যেটি বেড়ে দাঁড়াতে পারে দুই দশমিক ৬১ গিগাহার্টজ পর্যন্ত, ছয়শ ৩৯টি ‘টেনসর-টেরাফ্লপ’, ৯২টি ‘আরটি-টেরাফ্লপ’ ও ৪০টি ‘শেডার-টেরাফ্লপ’।
১৬ জিবি’র আরটিএক্স ৪০৮০ তুলনামূলক বেশি শক্তিশালী। এতে আছে ‘নয় হাজার সাতশ ২৮ সিইউডিএ কোর’, দুই দশমিক ২১ গিগাহার্টজের একটি বেইজ ক্লক, যা বেড়ে দাড়াতে পারে দুই দশমিক ৫১ গিগাহার্টজ পর্যন্ত, সাতশ ৮০টি টেনসর-টেরাফ্লপ, একশ ১৩টি আরটি-টেরাফ্লপ ও ৪৯টি শেডার-টেরাফ্লপ।
এর মানে হলো, যারা তুলনামূলক যুক্তিসঙ্গত দামে ‘আরটিএক্স-৪০’ সিরিজের কার্ড কিনতে চান, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘আরটিএক্স ৪০৮০’ ১৬ জিবি’র মডেল বাজারে আসবে নভেম্বর মাসে, যার দাম শুরু হবে ১১৯৯ ডলার থেকে। তবে, ভিন্ন নামে ১২ জিবি’র ‘আরটিএক্স ৪০৮০’ মডেল কবে পুনরায় উন্মোচিত হতে পারে, ওই বিষয়ে কিছু বলেনি এনভিডিয়া।