২০১৪ সালে আপগ্রেড বন্ধ উইন্ডোজ ফোন ৭.৮ ও ৮

উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ৭.৮ ও ৮-এর জন্য ২০১৪ সাল থেকে কোনো আপগ্রেড সেবা দেবে না বলে জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, মাইক্রোসফটের সাপোর্ট পেইজে প্রতিষ্ঠানটি ২০১৪ সালের জুলাই থেকে উইন্ডোজ ফোন ৮ এবং সেপ্টেম্বর থেকে উইন্ডোজ ফোন ৭.৮-এর অপারেটিং সিস্টেমের আপগ্রেড সেবা বন্ধ করার বিষয়টি জানিয়েছে।

আজরাফ আল মূতী, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2013, 08:37 PM
Updated : 19 March 2013, 08:37 PM

উইন্ডোজ ফোন ৮ মাইক্রোসফটের সর্বশেষ ফিচারসমৃদ্ধ উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ফোন ৭.৮ আপগ্রেড করে উইন্ডোজ ফোন ৮ এর কিছু ফিচারের সুবিধা পাওয়া গেলেও উইন্ডোজ ফোন ৭ থেকে আপগ্রেড করে উইন্ডোজ ৮-এ যাবার সহজ কোনো উপায় নেই। ফলে এ অপারেটিং সিস্টেমটির চাহিদা ব্যবহারকারীদের কাছে তুলনামুলকভাবে কম। উইন্ডোজ ফোন ৭.৮ ও উইন্ডোজ ফোন ৮ যথাক্রমে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এবং ২০১২ সালের ডিসেম্বরে বাজারে এসেছে।

মাইক্রোসফটের এ সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাগাতার আপডেট এবং জনপ্রিয়তার সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরেই যে মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে সিনেট।

মাইক্রোসফটের সাপোর্ট পেইজে দেয়া তথ্য অনুযায়ী ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে উইন্ডোজ ৭.৮-এর সব সেবা, আর উইন্ডোজ ৮ বন্ধ হবে ২০১৪ সালের ৮ জুলাই।