মেগা রকেটের ‘ড্রেস রিহার্সাল’ পেছালো নাসা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2022 07:02 PM BdST Updated: 04 Apr 2022 07:02 PM BdST
-
ছবি: নাসা
মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের ‘ড্রেস রিহার্সালে’র সর্বশেষ পরীক্ষাটি পিছিয়েছে। রকেট লঞ্চারে উপযুক্ত চাপ তৈরি করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে নাসার কারিগরি দল।
পরীক্ষাটি ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ নামে পরিচিত। রকেটটির পরীক্ষা সোমবার ৪ এপ্রিল পর্যন্ত পেছানোর ঘোষণা নিজস্ব ওয়েবসাইটের ব্লগ পোস্টে দিয়েছে নাসা।
মোবাইল লঞ্চারের ওপরই উৎক্ষেপণের আগ পর্যন্ত রকেট অবস্থান করে। উৎক্ষেপণের গোটা চাপটিই এর ওপর এসে পড়ে। ফলে লঞ্চারের নিজেরও পাল্টা চাপ তৈরি করতে হয় যেটি অনেকগুলো ফ্যানের সাহায্যে তৈরি হয়। এর আরও একটি কাজ হলো উৎক্ষেপণের সময় বেরিয়ে আসা গ্যাসের বিস্তার নিয়ন্ত্রণ করা। এই গোটা প্রক্রিয়াটিই রকেট উৎক্ষেপণের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় জ্বালানি লোড করার প্রক্রিয়া নিরাপদে চালাতে পারেননি নাসার কারিগরি দল।
উক্ষেপণের সকল ধাপ পেরোতে হয় বলে এ ধরনের ‘ড্রেস রিহার্সাল’কে ‘ওয়েট’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩২২ ফুট উঁচু রকেটে সাত লাখ গ্যালন ‘প্রপেলান্ট’ দিয়ে ভরাট করার বিষয়টিও আছে।
“নাসার দল সমস্যাটি সমাধান করতে এখন লঞ্চপ্যাডে রয়েছে।”-- রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছে নাসা।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ১ এপ্রিল শুরু হওয়া পরীক্ষাটি রোববার নাগাদ শেষ হওয়ার কথা ছিল। নাসা বলছে, সোমবার থেকে ‘ওয়েট ড্রেস রিহার্সাল’টি আবার চলবে।
এরই মধ্যে বৈরি আবহাওয়াও আঘাত হানে শনিবার রাতে। ‘এসএলএস’ লঞ্চপ্যাডের চারপাশের টাওয়ারে বজ্রপাত হয়। নাসার বাজ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের পর এটিই সবচেয়ে শক্তিশালী বজ্রপাত ছিল বলে দাবি করেছেন নাসার ‘এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেম’(ইজিএস) -এর উপ পরিচালক জেরেমি পারসনস।
“ব্যবস্থাটি খুব ভালোভাবে কাজ করেছে এবং ‘এসএলএস’ ও ‘ওরিয়ন’কে নিরাপদ রেখেছে।”
‘আর্টেমিস’ কার্যক্রমের অংশ হিসেবে, ওরিয়ন নভোযানকে চাঁদে ‘আর্টেমিস ১’ নামের এক যাত্রীবিহীন অভিযানে পাঠানোর কথা এসএলএস-এর। সেই অভিযানটি এই গ্রীষ্মেই চালানোর পরিকল্পনা রয়েছে নাসার।
-
লিংকডইনে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে ব্লকচেইন হ্যাক!
-
আসছে ‘মাই হিরো অ্যাকাডেমিয়া’ বিআর
-
জাপানে ‘অনলাইন নিপীড়নের’ শাস্তি এক বছরের কারাদণ্ড
-
স্পাইওয়্যার ঠেকাতে অ্যাপলের নতুন ‘লকডাউন মোড’
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি