ডেটা রেখেই নতুন আইফোনে আপগ্রেড করতে দেখে নিন

আইফোন ১৩ এবং ১৩ প্রো-এর পর বাজারে এসেছে নতুন আইফোন এসই। সব মিলিয়ে নতুন আইফোনে আপগ্রেড করতে আগ্রহী ক্রেতাদের অনেকেই। এক্ষেত্রে পুরনো আইফোনের ডেটা হারাতে না চাইলে, আছে নতুন আইফোনে ডেটা ট্রান্সফারের কয়েকটি সহজ উপায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2022, 10:03 AM
Updated : 21 March 2022, 10:03 AM

তৃতীয় প্রজন্মের আইফোন এসই, আইফোন ১৩ অথবা আইফোনের অন্য যে কোনো সংস্করণে আপগ্রেড করার সময় ডেটা ট্রান্সফারের উপায়গুলো একই।

উপায় ১: ডিরেক্ট ট্রান্সফার

‘কুইক স্টার্ট’ ডিরেক্ট ট্রান্সফারকে বলা যেতে পারে নতুন আইফোনে ডেটা ট্রান্সফারের সবচেয়ে সহজ উপায়। এই প্রক্রিয়ায় ডেটা একেবারে সহজেই ট্রান্সফার করা গেলেও এজন্য ফোনে থাকতে হবে আইওএস ১১ বা পরবর্তী সংস্করণ, এবং চালু রাখতে হবে ব্লুটুথ।

পুরনো আইফোন নতুন আইফোনে দ্রুত ডেটা ট্রান্সফারের উপযোগী কি না, সেটাও আগেই যাচাই করে নেওয়া যাবে। এই কাজটি সেরে নিতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন: সেটিংস>জেনারেল>ট্রান্সফার অর রিসেট ডেটা> তারপর উপরের ‘গেট স্টার্টেড’-এ ট্যাপ করুন।

পুরনো ফোন ডেটা ট্রান্সপারের জন্য প্রস্তুত থাকলে পরবর্তী পদক্ষেপগুলো হবে:

১. নতুন আইফোনটি চালু করে পুরনো ফোনের পাশে রাখুন।

২. পুরনো ফোনের স্ক্রিনে কুইক স্টার্ট অপশনটি আসার জন্য অপেক্ষা করুন।

৩. অ্যাপল আইডি নিশ্চিত করুন। তারপর প্রম্পটারের নির্দেশনা মেনে ডেটা ট্রান্সফার করুন।

৪. দুটি আইফোনই কাছাকাছি রাখুন। নিশ্চিত থাকতে চাইলে ডেটা ট্রান্সফার শেষ হওয়ার আগ পর্যন্ত ফোন চার্জেও দিয়ে রাখতে পারেন।

কোনো অপ্রত্যাশিত কারণে সরাসরি ডেটা ট্রান্সফার কাজ না করলে আইক্লাউড অথবা ম্যাক বা পিসিতে রাখা ব্যাকআপ থেকে ডেটা ট্রান্সফার করতে পারেন।

উপায় ২: আইক্লাউড অথবা ম্যাক

১. আইক্লাউড বা ম্যাক কম্পিউটারে নতুন ব্যাকআপ তৈরি করুন।

২. নতুন আইফোন চালু করুন।

৩. পর্দায় আসা নির্দেশনা মেনে আগান – তবে ‘কুইক স্টার্ট’ এড়িয়ে যান – তারপর ‘রিস্টোর ফ্রম আইক্লাউড ব্যাকআপ’ অথবা ‘রিস্টোর ফ্রম ম্যাক/পিসি ব্যাকআপ’ চাপুন।

৪. ব্যাকআপ নির্ধারণ করতে আইক্লাউডে লগইন করুন অথবা নতুন আইফোন ম্যাক বা পিসির সঙ্গে লাইটনিং কেবল দিয়ে জুড়ে দিন।

পুরনো ফোন ফ্যাক্টরি রিসেট করবেন যেভাবে:

নতুন আইফোন হাতে এলে প্রয়োজন ফুরিয়ে যেতে পারে পুরনো ফোনটির। সেক্ষেত্রে পুরনোটি বিক্রি করার কথাও ভাবতে পারেন ব্যবহারকারী। এক্ষেত্রে ফোনটিতে আগে ফ্যাক্টরি রিসেট দিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আইফোন ফ্যাক্টরি রিসেট করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

১. সেটিংস অ্যাপ খুলে জেনারেলে ট্যাপ করুন।

২. সোয়াইপ করে নিচে এসে ‘ট্রান্সফার অর রিসেট আইফোন’ ট্যাপ করুন।

৩. ‘ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস’ চিহ্নিত করুন।

৪. ফোনের সব ডেটা মুছে দিতে পর্দায় আসা নির্দেশনাগুলো অনুসরণ করুন।