রাশিয়ার প্রতিষ্ঠানের কাছে পণ্য বেচবে না কোয়ালকম
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2022 07:02 PM BdST Updated: 17 Mar 2022 07:02 PM BdST
-
ছবি- রয়টার্স
রাশিয়ার কোনো প্রতিষ্ঠানের কাছে নিজস্ব পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছে কোয়ালকম। ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা মানতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
বুধবার ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভের এক টুইটের পাল্টা উত্তরে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে নিজস্ব পণ্যের বিক্রি বন্ধ করার খবর নিশ্চিত করেছেন কোয়ালকমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নেট টিববিটস।
রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে কোয়ালকমের পণ্য সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে ফেদোরভ বলেছিলেন, রাশিয়ায় এখনো কোয়ালকমের পণ্য পাওয়া যাচ্ছে এবং পণ্যগুলো “পরোক্ষভাবে রাশিয়াকে হাজারো ইউক্রেইনিয়ানকে হত্যার সুযোগ করে দিচ্ছে।”
উত্তরে টিববিটস টুইট করেছেন, “এটা সঠিক নয়। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের শান্তিপূর্ণ সমাধানের ডাক দিয়েছে কোয়ালকম, এবং কর্মীদের অবদানের সঙ্গে মিলিয়ে রেখে ত্রাণ সংস্থাগুলোকে কোয়ালকমও সরাসরি আর্থিক সহযোগিতা দিয়েছে।”
“আমরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে কাজ করছি এবং রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো পণ্য বিক্রি করছি না,”--যোগ করেন তিনি।
টিববিটসকে ধন্যবাদ জানিয়ে ইউক্রেইনকে সহযোগিতা করতে চাইলে কোয়ালকমের স্যাটেলাইট ফোন পাঠানোর পরামর্শ দিয়েছেন ফেদোরভ।
ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনকে দখলদারি আচরণ হিসেবেই দেখছে পশ্চিমা দেশগুলো। রাষ্ট্রীয় পর্যায়ে আরোপিত অবরোধ-নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান।
রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযানকে আখ্যা দিচ্ছে ‘বিশেষ অভিযান’ হিসেবে।
রয়টার্স বলছে, রাশিয়া এবং ইউক্রেইন থেকে কোয়ালকমের যে আয় হয় তা প্রতিষ্ঠানের আয়ের এক শতাংশেরও কম; মার্চ মাসেই বিনিয়োগকারীদের এক বৈঠকে এ তথ্য দিয়েছিল কোয়ালকম।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে