ভারতী এয়ারটেলে শত কোটি ডলার বিনিয়োগ গুগলের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2022 11:58 AM BdST Updated: 28 Jan 2022 12:07 PM BdST
-
ছবি: রয়টার্স
গুগল ভারতী এয়ারটেলে একশ’ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। দুটি প্রতিষ্ঠানই বলছে, এর ফলে ভারতী এয়ারটেলের ডিজিটাল অফার আরও গতিশীল হবে।
এই বিনিয়োগের মধ্যে রয়েছে এয়ারটেলের শেয়ার প্রতি ৭৩৪ রুপি বা ৯.৭৭ ডলার মূল্যে ৭০ কোটি মার্কিন ডলার ইক্যুইটি এবং বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ।
এই বিনিয়োগ বাস্তবায়নের আগে নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। কয়েক মাস আগেই এয়ারটেল বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে ২১ হাজার কোটি রুপি বিনিয়োগ তুলেছে।
ঘোষণার পর এয়ারটেলের শেয়ারের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ৭১১ টাকা হয়েছে।
প্রায় দেড় বছর আগে ২০২০ সালের জুলাই মাসে ইকুইটি চুক্তি ও অন্যান্য মাধ্যমে গুগল ভারতে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এক হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে।
এর আগে ২০২০ সালের জুলাই মাসে গুগল ভারতের রিলায়েন্স ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মসে সাড়ে চারশ’ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর বিনিময়ে, মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট ভারতী এয়ারটেলের এই প্রতিদ্বন্দ্বীর পরিচালনা বোর্ডে ঢোকার সুযোগ পায়।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’