ভারতী এয়ারটেলে শত কোটি ডলার বিনিয়োগ গুগলের

গুগল ভারতী এয়ারটেলে একশ’ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। দুটি প্রতিষ্ঠানই বলছে, এর ফলে ভারতী এয়ারটেলের ডিজিটাল অফার আরও গতিশীল হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 05:58 AM
Updated : 28 Jan 2022, 06:07 AM

এই বিনিয়োগের মধ্যে রয়েছে এয়ারটেলের শেয়ার প্রতি ৭৩৪ রুপি বা ৯.৭৭ ডলার মূল্যে ৭০ কোটি মার্কিন ডলার ইক্যুইটি এবং বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ।

এই বিনিয়োগ বাস্তবায়নের আগে নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। কয়েক মাস আগেই এয়ারটেল বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে ২১ হাজার কোটি রুপি বিনিয়োগ তুলেছে।

ঘোষণার পর এয়ারটেলের শেয়ারের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ৭১১ টাকা হয়েছে।

প্রায় দেড় বছর আগে ২০২০ সালের জুলাই মাসে ইকুইটি চুক্তি ও অন্যান্য মাধ্যমে গুগল ভারতে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এক হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে গুগল ভারতের রিলায়েন্স ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মসে সাড়ে চারশ’ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর বিনিময়ে, মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট ভারতী এয়ারটেলের এই প্রতিদ্বন্দ্বীর পরিচালনা বোর্ডে ঢোকার সুযোগ পায়।