নিরবেই ২১.৫ ইঞ্চি আইম্যাকের বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। নিজেদের এম১ চালিত মডেল আনার অর্ধ বছর পার না হতেই ইনটেল চালিত ডিভাইসটির ব্যাপারে এ পদক্ষেপ নিলো মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।
Published : 31 Oct 2021, 04:04 PM
খবরটি প্রথমে জানিয়েছে ৯টু৫ম্যাক। প্রযুক্তিবিষয়ক সাইটটি বলছে, খুঁজে পাওয়া কষ্টকর এমন এক পেইজের মাধ্যমে ‘এন্ট্রি-লেভেল’-এর ইনটেল চালিত আইম্যাকটি বিক্রি করছিল অ্যাপল। পরে এ সপ্তাহে এসে সেটির বিক্রি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
৯টু৫ম্যাকের প্রতিবেদন বলছে, ২১.৫ ইঞ্চি আইম্যাকের লিংকটা এখনও রয়েছে। তবে, সেখানে কোনো আইম্যাক নেই। এখনও অবশ্য অ্যাপল আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের কোনো ঘোষণা দেয়নি।
লিংকে আইম্যাক না থাকার ঘটনাটি প্রথমে নজরে আসে ‘টেক গড’ নামের এক ইউটিউবারের। পরে আর্কাইভ ডেটা দেখে ৯টু৫ম্যাক জানায়, শুক্রবার, ২৯ শে অক্টোবর কোনো এক সময়ে অ্যাপল স্টোর অনলাইন থেকে মুছে দেওয়া হয়েছে ২১.৫ ইঞ্চির আইম্যাক-কে।
অ্যাপলের কাছে এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়েছে আরেক প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। তবে, প্রতিষ্ঠানটির আগেও এরকম নিরবে ম্যাকের বিক্রি বন্ধ করে দেওয়ার নজির রয়েছে। ব্যতিক্রমী ঘটনা ঘটেছে এ বছরের মার্চে। অ্যাপল সে সময় আইম্যাক প্রো বিক্রি বন্ধ করার খবর নিশ্চিত করেছিল।