এজ ও ক্রোমে এলো অ্যাডোবির পিডিএফ সম্পাদনা টুল

সরাসরি ব্রাউজার থেকেই নিজ পিডিএফ টুলে ব্যবহারকারীদের প্রবেশ করতে দেবে অ্যাডোবি। এ লক্ষ্যে ক্রোম এবং এজ ব্রাউজারের জন্য অ্যাক্রোব্যাট এক্সটেনশন অবমুক্ত করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2021, 01:34 PM
Updated : 14 Oct 2021, 01:34 PM

টুলটি ব্যবহার করে সহজেই সেরে নেওয়া যাবে ছোটখাটো পিডিএফ সম্পাদনার কাজ। বসানো যাবে স্বাক্ষর, যোগ করা যাবে মন্তব্য। চাইলে ডাউনলোড করে প্রিন্ট-ও করে নেওয়া যাবে পিডিএফ। প্রতিটি সুবিধাই মিলবে বিনামূল্যে।

টুল ব্যবহারের সময় ব্যবহারকারীদের ‘অ্যাক্রোব্যাট প্রো ডিসি’ সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে না বলেও জানিয়েছে অ্যাডোবি। তবে, পিডিএফ-কে ‘মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে’ রূপান্তরিত করে নিতে চাইলে অ্যাডেবি’র নিবেদিত সফটওয়্যারটিই ব্যবহার করতে হবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

অ্যাক্রোব্যাট ওয়েব থেকে আলাদা এক্সটেনশন। সম্প্রতি অ্যাক্রোব্যাট ওয়েবও আপডেট করেছে অ্যাডোবি। ব্যবহারকারীর প্রতিনিয়ত পিডিএফ সম্পাদনার প্রয়োজন পড়লে অ্যাডোবির নিবেদিত অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে এনগ্যাজেট। তবে, ছোটখাট কাজের জন্য এক্সটেনশনই যথেষ্ট।