ইউটিউব প্রিমিয়াম ও মিউজিক গ্রাহক সংখ্যা পাঁচ কোটি

ইউটিউব প্রিমিয়াম এবং মিউজিক সেবার গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে গুগল। গেল বছরের ডিসম্বরে এই সংখ্যা ছিলো তিন কোটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2021, 08:44 AM
Updated : 3 Sept 2021, 08:44 AM

বলা হচ্ছে, ইউটিউবের ফ্রি ভার্সন থেকে প্রিমিয়াম ও মিউজিক সেবার দিকে ব্যবহারকারীদের আগ্রহ যে ক্রমাগত বাড়ছে, তারই ইঙ্গিত এটি।

গুগল পাঁচ কোটি গ্রাহকের কথা বললেও এর কতো জন প্রিমিয়াম সেবা ব্যবহার করছেন, কতোজন মিউজিক সেবা ব্যবহার করছেন আর কতোজন এক মাসের ফ্রি-টায়াল ব্যবহার করছেন সেই বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

তবে এক ব্লগ পোস্টে নিজস্ব সেবাকে সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা মিউজিক-গ্রাহক সেবা বলে আখ্যা দিয়েছে গুগল। বাজারের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুলনা করলে ইউটিউরের অগ্রগতি লক্ষণীয়। স্পটিফাইয়ের বর্তমান গ্রাহক সংখ্যা সাড়ে ১৬ কোটি। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রযুক্তি বিভিন্ন খাতে গুগলের সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করা অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিকের গ্রাহক সংখ্যা সাত কোটি ৮০ লাখ।

ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মাসিক খরচ ১০ ডলার করে। ব্যবহারকারী বিজ্ঞাপন ছাড়াই ইচ্ছা মতো গান শুনতে এবং ডাউনলোড করতে পারেন এই সেবায়। ইউটিউব প্রিমিয়ামের খরচ মাসে ১২ ডলার। এতে ইউটিউব মিউজিকের সব সেবার পাশাপাশি অন্যান্য ভিডিও দেখা ও ডাউনলোড করা যায় বিজ্ঞাপন ছাড়া।

প্রিমিয়াম গ্রাহকরা অন্য কোনো অ্যাপ ব্যবহারের সময় বা ফোন লক রেখেও পেছনে ভিডিও চালিয়ে রাখতে পারেন।

অল্প সময়ে গ্রাহক সংখ্যা দুই কোটির বেশি বাড়ার পেছনে কোনো ব্যাখ্যা দেয়নি গুগল। তবে, গেল বছরের ডিসেম্বরে ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম সেবার গ্রাহক সংখ্যা যখন প্রকাশ করেছিলো, ঠিক ওই সময়ে প্লে মিউজিক সেবা বন্ধ করে দিচ্ছিলো গুগল। ২০১৯ সালের হিসাব অনুযায়ী গুগল প্লে এবং ইউটিউব মিউজিক মিলিয়ে গ্রাহক সংখ্যা এক কোটি ৫০ লাখ ছিলো বলে জানিয়েছে ভার্জ।

গ্রাহক নিয়ে ইউটিউব বিস্তরিত তথ্য প্রকাশ না করায় ব্যবহারকারীদের ওই সেবার প্রতি ঝোঁকার একক কোনো কারণ চিহ্নিত করা কঠিন কাজ। তবে কেবল সংখ্যার হিসেবে বিবেচনা করলে ইউটিউবের সেবা দুটির অগ্রগতি লক্ষণীয়।

অন্যদিকে স্ট্রিমিং বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান সেবা দিলেও এই খাতে যে আরও ব্যবসার সুযোগ আছে, সেটাই ইউটিউবের সাফল্য থেকে প্রতিয়মান হয়-- মন্তব্য করেছে ভার্জ।