‘স্বল্প বাজেটে অলরাউন্ডার’ ফোন এ১৬ আনছে অপো

বেশ খানিকটা বিরতির পর দেশের বাজারে নতুন ফোন আনছে অপো বাংলাদেশ। এবারের ফোনটিকে অপো বলছে “স্বল্প বাজেটে অলরাউন্ডার”।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2021, 06:12 PM
Updated : 30 August 2021, 06:12 PM

এ সিরিজের সবচেয়ে নতুন এ ফোনটিতে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউন্টেড সেন্সর ও বড় পর্দাসহ বিভিন্ন সুবিধার কথা বলেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে পাঁচ হাজার মিলি অ্যাম্প ক্ষমতার ব্যাটারি এক চার্জেই সারাদিনের ইন্টারনেট ব্রাউজ, গেইম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলাসব সবই সমর্থন করবে বলে দাবি অপোর।

“ফোনটির নাইট চার্জ মোডের কারণে ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।”

ট্রিপল ক্যামেরার এই ফোনটিতে পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরার রেজুলিউশন দুই মেগাপিক্সেল করে। ম্যাক্রো লেন্স ফিচারযুক্ত ১৯০ গ্রাম ওজনের ফোনটিতে রয়েছে ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি রম।

সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটি খুব শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অপো। দেশের বাজারে এর মূল্য এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।