অ্যাপলকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন নির্মাতা শাওমি

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 02:37 PM
Updated : 16 July 2021, 02:37 PM

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী স্মার্টফোন চালানের শতকরা ১৭ ভাগ শেয়ার নিয়ে শাওমি প্রথমবারের মতো দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় তিন শতাংশ বেশি।

দ্বিতীয় প্রান্তিকে গ্লোবাল স্মার্টফোন চালান ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে বাজারে শীর্ষস্থান দখলকারী স্যামসাংয়ের হাতে ছিল শতকরা ১৯ ভাগ। অ্যাপল ১৪ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

শাওমি ফোনের গড় বিক্রয় মূল্য যথাক্রমে স্যামসাং এবং অ্যাপলের তুলনায় প্রায় ৪০ শতাংশ এবং ৭৫ শতাংশ কম। ক্যানালিস রিসার্চ ম্যানেজার বেন স্ট্যান্টন বলেন, এই বছর শাওমির জন্য একটি প্রধান ফোকাস হলো উচ্চ মানের ডিভাইসের বিক্রয় বাড়ানো।

প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকায় শাওমির চালান তিনশ শতাংশ, আফ্রিকায় দেড়শ' শতাংশ এবং পশ্চিম ইউরোপে শতকরা ৫০ ভাগেরও এরও বেশি বেড়েছে।