অ্যাপলের বিরুদ্ধে তদন্তে জার্মান অ্যান্টিট্রাস্ট সংস্থা

অ্যাপলের বিরুদ্ধে তদন্তে নেমেছে জার্মানির অ্যান্টিট্রাস্ট তদারকরা। প্রতিষ্ঠানটি বাজার আধিপত্যের সুযোগ নিচ্ছে কি না তা-ও খতিয়ে দেখা হবে তদন্তে। ঠিক একই ধরনের তদন্ত চলছে ফেইসবুক, অ্যামাজন এবং গুগলের বিরুদ্ধেও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 12:34 PM
Updated : 21 June 2021, 12:34 PM

তদন্তটি করছে জার্মানির ফেডারেল কার্টেল অফিস (এফসিও)। তদন্তে অ্যাপলের “বাজার জুড়ে চূড়ান্ত প্রভাব” বিশ্লেষণ করে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, “প্রথম এই কার্যক্রমের ভিত্তিতে এর (এফসিও) উদ্দেশ্য রয়েছে সম্ভাব্য এক কার্যক্রমে অ্যাপলের ‍সুনির্দিষ্ট কিছু অনুশীলন আরও বিস্তারিতভাবে মূল্যায়ন করা। এ বিষয়ে কর্তৃপক্ষ সম্ভাব্য প্রতিযোগিতা বিরোধী অনেক অভিযোগ পেয়েছে।” 

বিজ্ঞাপন ও গণমাধ্যম শিল্প সংশ্লিষ্ট এক সংগঠনের কাছ থেকে অভিযোগ এসেছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। আইওএস ১৪.৫ অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীকে ট্র্যাক করা নিষিদ্ধ করেছে। অভিযোগ এসেছিল সেটি নিয়েই।

অ্যাপল মুখপাত্র বলছেন, “আমরা এফসিও এর সঙ্গে আমাদের পন্থা নিয়ে আলোচনায় এবং তাদের উদ্বেগের ব্যাপারে খোলাখুলি আলাপ করতে আগ্রহী।”