বাগের কারণে ওয়াই-ফাই সক্ষমতা হারাচ্ছে আইফোন

আইওএসে নতুন এক বাগ ধরা পড়েছে। বাগটি আইফোনকে ওয়াই-ফাই হটস্পটে সংযুক্ত হতে দেয় না। সুনির্দিষ্ট একটি নামের হটস্পটে সংযুক্ত করার চেষ্টা করলেই গোটা আইফোন ওয়াই-ফাই সংযুক্ততার সক্ষমতা হারিয়ে ফেলে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 08:07 PM
Updated : 20 June 2021, 08:07 PM

নিরাপত্তা গবেষক কার্ল শৌউ ‘%p%s%s%s%s%n’ নামের এক ওয়াই-ফাই হটস্পটে নিজ ফোন সংযুক্ত করতে চেষ্টা করেছিলেন। ওই নেটওয়ার্কে তো হয়নি, অন্য কোনো নেটওয়ার্কেও আইফোনকে আর সংযুক্ত করতে পারেননি তিনি।   

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন বলছে, শুধু আইফোনেই সমস্যা হয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইস ঠিক মতোই সব ওয়াই-ফাইয়ে সংযুক্ত হতে পেরেছে। সমস্যা ঠিক করতে আক্রান্ত আইফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে হয়েছে ব্যবহারকারীদের।

নেটওয়ার্ক রিসেটের পথও বাতলেছে অ্যাপল ইনসাইডার। ব্যবহারকারীদেরকে ‘সেটিংস’ এ গিয়ে ‘জেনারেল’ থেকে ‘রিসেট’ নির্বাচন করতে হবে। এরপর রিসেট নেটওয়ার্ক সেটিংস চেপে অনুরোধে সম্মতি জানালেই রিসেট হয়ে যাবে গোটা আইফোনের নেটওয়ার্ক।

আইফোন পুনরায় চালু হওয়ার পর আবার স্বাভাবিকভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করা সম্ভব হবে বলে উল্লেখ করেছে অ্যাপল ইনসাইডার।