২০২০: স্বাস্থ্যসেবা সংস্থায় বেড়েছে সাইবার হামলা

গত বছরে হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হ্যাকিং চেষ্টা বেড়েছে লক্ষ্যণীয় মাত্রায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের প্রতিবেদন বলছে, গত ১২ মাসে স্বাস্থ্যসেবা সংস্থায় সাইবার হামলা বেড়েছে ৩৭ শতাংশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2021, 02:06 PM
Updated : 26 Feb 2021, 02:06 PM

চেক পয়েন্টের ‘২০২১ সিকিউরিটি রিপোর্ট’-এর উল্লেখ করে প্রতিবেদনে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সংস্থাকে লক্ষ্য করে সাইবার হামলা বেড়েছে ৪৫ শতাংশ।

প্রতিষ্ঠানের অক্টোবরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সাইবার হামালার শিকার হয়েছে স্বাস্থ্যসেবা খাত, যা সেপ্টেম্বরের চেয়ে ৭১ শতাংশ বেশি।

হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা সংস্থায় সবচেয়ে বেশি র‍্যানসমওয়্যার সাইবার হামলা হয় বলেও প্রতিবেদনে উঠে এসেছে।

র‍্যানসমওয়্যার হামলায় ভুক্তভোগীর কম্পিউটার ব্যবস্থায় ফাইল এনক্রিপ্টেড করে দেয় হ্যাকার। পরবর্তীতে ফাইল ঠিক করে দিতে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তথ্য চিরতরে নষ্ট বা ফাঁস করার হুমকি দেওয়া হয়।

চেক পয়েন্টের গবেষণায় উঠে এসেছে, গত বছরের তৃতীয় প্রান্তিকে অর্ধেক র‍্যানসমওয়্যার হামলার ঘটনায় তথ্য ফাঁসের হুমকি এসেছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গড়ে প্রতি ১০ সেকেন্ডে নতুন একটি সংস্থা র‍্যানসমওয়্যার হামলার শিকার হয়।