হিউন্দাই বদলে দেবে ৮২ হাজার গাড়ির ব্যাটারি

আগুন লাগার ঝুঁকি থাকায় বিশ্বজুড়ে প্রায় ৮২ হাজার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ব্যবস্থা বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে হিউন্দাই মোটর৷ এর আগে ফেরত চাওয়া গাড়িগুলোর সঙ্গে এবারের ঘোষণা মিলিয়ে প্রতিষ্ঠানের খরচ হচ্ছে প্রায় ৯০ কোটি মার্কিন ডলার৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 10:17 AM
Updated : 24 Feb 2021, 10:17 AM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যে গাড়িগুলো ফেরত নেওয়া হচ্ছে তার বেশিরভাগ প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কোনা এভি মডেল৷

বেশ কিছু গাড়িতে আগুন লাগার ঘটনার পর অক্টোবরে প্রথম সফটওয়্যার আপগ্রেডের জন্য গাড়ি ফেরত চেয়েছিলো হিউন্দাই৷

কিন্তু সফটওয়্যার আপগ্রেড করে দেওয়ার পরও জানুয়ারিতে একটি গাড়িতে আগুন লাগে৷ তাই, প্রথমবার এই ফেরত নেওয়া যথাযথ ছিলো কি না, জানতে তদন্ত শুরু করে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ৷

গাড়িগুলোর ব্যাটারি তৈরি করেছে এলজি কেম লিমিটেডের বিভাগ এলজি এনার্জি সলিউশন৷ প্রতিষ্ঠানটি দাবি করেছে, হিউন্দাইয়ের ব্যাটারি ব্যবস্থাপনায় এলজি'র পরামর্শ মতো ফাস্ট-চার্জিং যুক্তি ব্যবহার করা হয়নি, তাই ব্যাটারি সেলকে আগুন লাগার সরাসরি কারণ হিসেবে দেখা উচিত হবে না৷

নতুন ফেরত চাওয়া গাড়ির মধ্যে প্রায় ৭৬ হাজার কোনা ইভি মডেল৷ পাশাপাশি রয়েছে কিছু আইওনিক ইভি এবং ইলেক সিটি মডেলের গাড়ি৷

এ যাতৎ কোনা ইভি গাড়িতে আগুন লাগার প্রায় ১৫টি ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ১১টি দক্ষিণ কোরিয়ায়, দুইটি কানাডায় এবং একটি করে ফিনল্যান্ড ও অস্ট্রিয়ায়৷