ফেইসবুক: পরিকল্পনা থেকে সরবে না অস্ট্রেলিয়া
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 04:21 PM BdST Updated: 22 Feb 2021 04:21 PM BdST
-
ছবি- রয়টার্স
সংবাদ কনটেন্ট দেখাতে সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে গুগল এবং ফেইসবুকের মতো প্রতিষ্ঠানগুলোকে, সম্প্রতি এমন এক নীতিমালার প্রস্তাবনা করেছে অস্ট্রেলিয়া। নীতিমালার বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ জানিয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রতিবাদের মুখেও দেশটির এক জেষ্ঠ্য আইনপ্রণেতা দাবি করেছেন, অস্ট্রেলিয়া নীতিমালা বদলাবে না।
নীতিমালার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহেই দেশটিতে সব সংবাদ কনটেন্ট এবং বেশ কিছু সরকারি ও জরুরি বিভাগের অ্যাকাউন্ট ব্লক করেছে ফেইসবুক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার সিনেটে নতুন এই বিল নিয়ে আলোচনা হবে। তবে, দেশটির উচ্চ কক্ষের জেষ্ঠ্যতম আইনপ্রণেতা দাবি করেছেন, নীতিমালায় আর কোনো পরিবর্তন করা হবে না।
দেশটির অর্থ মন্ত্রী সিমন বার্মিংহাম বলেছেন, “বিল যেভাবে আছে, সঠিক ভারসাম্য বজায় রাখছে।”
বার্মিংহাম আরও বলেছেন, বর্তমান কাঠামোয় বিলটি নিশ্চিত করছে “অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থার তৈরি অস্ট্রেলিয়ান সংবাদ কনটেন্টের অর্থ পাওয়া উচিত এবং এটি ন্যায্য ও বৈধ উপায়ে করতে হবে।”
ব্যক্তিগত দর কষাকষি ব্যর্থ হলে কনটেন্ট লাইসেন্সিং ফি নির্ধারণ করতে একজন বিচারক নিয়োগ দিতে সরকারকে ক্ষমতা দেবে এই আইন।
ফেইসবুক ও গুগল বলে আসছিল, প্রস্তাবিত ওই আইন ইন্টারনেটের মৌলিক ধারণার সঙ্গেই সাংঘর্ষিক। অস্ট্রেলিয়া সরকার অন্যায্যভাবে তাদের ‘শাস্তির মুখে’ ফেলছে।
সেই অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়ে গুগল রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশনকে লাভের ভাগ দিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ফেইসবুক দেশটিতে নিউজ কনটেন্ট বন্ধের ঘোষণা দিয়েছে।
সোমবার বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি ফেইসবুকের এক প্রতিনিধি।
গত সপ্তাহেই অস্ট্রেলিয়ার নিম্ন কক্ষে পাস হয়েছে আইনটি এবং সিনেটে বেশিরভাগ সমর্থন পেয়েছে।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’