তিন নকশার ফোল্ডএবল আনতে পারে শাওমি

আগামী বছর তিনটি ভিন্ন নকশার ফোল্ডএবল ফোন নিয়ে আসার পরিকল্পনা করেছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা শাওমি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2020, 01:57 PM
Updated : 26 Dec 2020, 01:57 PM

ডিসপ্লে বিশ্লেষক রস ইয়াংয়ের তথ্য অনুসারে, শাওমি ‘আউট-ফোল্ডিং’, ‘ইন-ফোল্ডিং’ এবং একটি ‘ক্ল্যামশেল’ নকশার ফোল্ডএবল নিয়ে আসতে পারে আগামী বছর। খবরটি প্রথম জানিয়েছে গিজমোচায়না।

ইয়াং বলছেন, শাওমির ‘আউট-ফোল্ডিং’ ফোল্ডএবল ফোনটি দেখতে অনেকটাই হুয়াওয়ে মেট এক্সের মতো হবে। ধারণা করা হচ্ছে, আউট ফোল্ডিং ডিভাইসে দেখা মিলবে আট ইঞ্চি পর্দার।

অন্যদিকে, এ মাসের শুরুতে ইয়াং দাবি করেন, ২০২১ সালে অপো, ভিভো এবং শাওমি’র মতো প্রতিষ্ঠান একত্রে চারটি ফোল্ডএবল ফোন লঞ্চ করবে। তিনি আরও দাবি করেন, গুগল-ও নিজস্ব ফোল্ডএবল ফোন নিয়ে হাজির হবে।

সম্প্রতি শাওমি কোয়াড-ক্যামেরা সিস্টেমের ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট পেতে আবেদন করেছে। ফোনটি সেলফির জন্য সামনের ঘুরানো সম্ভব হবে, এবং পেছনের দিকে দৈনন্দিন ছবির জন্য ঘোরানো যাবে।

এ ছাড়াও চীনের জন্য ‘ভেতরের দিকে বাঁকবে’ এমন ফোনের নকশার পেটেন্ট পেতে আবেদন করেছে এ স্মার্টফোন নির্মাতা। হ্যান্ডসেট দেখানোর জন্য ৪৮টি ছবিও দিয়েছে তারা।