থ্যাংকসগিভিংয়ে বিনামূল্যে ভিডিও সেবা মাইক্রোসফট টিম-এর

থ্যাংকসগিভিংকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য উপহার নিয়ে এসেছিল জুম। তাদের সেবায় নির্ধারিত ৪০ মিনিট সময়সীমা থাকছে না। তবে, জুমের ওই উপহারকে অনেকটাই ম্লান করে দিয়েছে মাইক্রোসফট টিমসের অফার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 01:39 PM
Updated : 22 Nov 2020, 01:39 PM

মাইক্রোসফট টিমস সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও কল করার সুযোগ দেবে - খবরটি প্রথমে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। বৃহস্পতিবার মাইক্রোসফট বলেছে, যাদের ডিভাইসে মাইক্রোসফট টিমস ইনস্টল করা নেই, তাদেরকেও মিটিংয়ের আমন্ত্রণ পাঠানো যাবে।

এ প্রসঙ্গে মাইক্রোসফট এক ব্লগ পোস্টে লিখেছে, “আগামী মাসগুলোতে আপনাদের সংযুক্ত থাকার সহায়তায়, ২৪ ঘণ্টার জন্য তিনশ’ অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।”

করোনাভাইরাস বাস্তবতায় পাল্টে গেছে গোটা বিশ্ব। বিশেষ করে লকডাউন শুরু হওয়ার পর থেকে হুট করেই জনপ্রিয়তা বেড়েছে নানাবিধ ভিডিও কল সেবার।

ফেডারেল ট্রেড কমিশনের তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বরেও জুমের মোট সেবাগ্রহীতা ছিল এক কোটি। অথচ এপ্রিলে সেবাটির সেবাগ্রহীতা সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ কোটিতে।

এরই মধ্যে নিজ নিজ ভিডিও কলিং সেবা নিয়ে বাজার ধরতে হাজির হয়েছে মাইক্রোসফট, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোও।