আবারও ৩০০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

চলতি সপ্তাহে আবারও তিনশ’ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠান প্রধান জেফ বেজোস, এমন তথ্যই উঠে এসেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 10:50 AM
Updated : 5 Nov 2020, 10:50 AM

গত বছর থেকেই শেয়ার বিক্রির গতি বাড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনী। চলতি বছর অগাস্টে ৩১০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন বেজোস। এর আগে ফেব্রুয়ারিতে ৪১০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহের এই শেয়ার মিলিয়ে এ বছর মোট এক হাজার ২০ কোটি ডলারের বেশি মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন বেজোস। গত বছরও ২৮০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি।

এতো শেয়ার বিক্রির পরও পাঁচ কোটি ৩০ লাখ শেয়ার রয়েছে বিশ্বের শীর্ষ ধনীর পকেটে। এ শেয়ারগুলোর বাজার মূল্য প্রায় ১৭ হাজার কোটি ডলার।

নতুন দফায় প্রতিষ্ঠাতার শেয়ার বিক্রি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন। নথি অনুযায়ী পূর্ব পরিকল্পিত ১০বি৫-১ বাণিজ্য পরিকল্পনার অংশ হিসেবেই এই লেনদেন হয়েছে।

এর আগে বেজোস জানিয়েছেন, রকেট নির্মাতা স্টার্ট-আপ ব্লু অরিজিনের তহবিল জোগান দিতে প্রতি বছর একশ’ কোটি মার্কিন ডলার মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করবেন তিনি।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফেব্রুয়ারি মাসেই এক হাজার কোটি মার্কিন ডলারের ‘আর্থ ফান্ড’ গঠন করেছেন অ্যামাজন প্রধান। বিজ্ঞানী, সক্রিয় কর্মী এবং অন্যান্য সংস্থাকে অর্থ সহায়তা দেওয়া হবে এই তহবিল থেকে।