ভিডিও সরালে এবার কারণ জানাবে টিকটক

অনেক দেশের পক্ষ থেকে নানারকম চাপের মুখে একের পর এক নীতিমালা বদল করছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তারই ধারাবাহিকতায় এবার গ্রাহককে ভিডিও সরানোর কারণ জানাবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 11:36 AM
Updated : 23 Oct 2020, 11:36 AM

প্ল্যাটফর্ম থেকে গ্রাহকের ভিডিও কেনো সরালো এর আগে কখনোই তার ব্যাখ্যা দেয়নি টিকটক। গ্রাহকদেরকে শুধু প্রতিষ্ঠানটি জানাতো ভিডিওটি কোনোভাবে প্রতিষ্ঠানের নীতিমালা অমান্য করেছে।

ভিডিও সরানো হলে আপিল করতে পারতেন গ্রাহক। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এবারে আপিল করার ক্ষেত্রে অন্তত গ্রাহকের কাছে একটি ধারণা থাকবে ‘কেনো আপিল করছেন’।

টিকটক জানিয়েছে, কয়েক মাস ধরেই এই নোটিফিকেশনগুলোর পরীক্ষা চলছে এবং এতে আপিলের সংখ্যা এখন ১৪ শতাংশ কমে এসেছে।

চলতি বছর জুলাই মাসে টিকটকের দ্বিতীয় স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশের পর থেকেই ধারণা করা হচ্ছিলো, ভিডিও সরানোর কারণ জানানোর ব্যবস্থা চালু করবে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, প্রতিটি ভিডিও সরানোর নির্দিষ্ট কারণের ট্র্যাক রাখা হচ্ছে।