ফেইসবুক কর বাদ দেওয়ার বিবেচনায় যুক্তরাজ্য

ফেইসবুক এবং গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর কর আরোপ করেছিল যুক্তরাজ্য। ওই করের হাত থেকে প্রতিষ্ঠানগুলোকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 03:14 PM
Updated : 23 August 2020, 03:14 PM

কারণ হিসেবে সুনাক জানিয়েছেন, তেমন একটা অর্থ আসে না এই খাত থেকে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে এ বিষয়টি।

এপ্রিলে ডিজিটাল সেবা কর চালু করেছিল যুক্তরাজ্য। কীভাবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর কর ধার্য করা যায় তা নিয়ে বিস্তর বৈশ্বিক আলোচনা শেষে ধীরগতিতে এগোচ্ছে সম্পূর্ণ বিষয়টি। খাতটি থেকে দেশটির জন কল্যাণে বছরে ৫০ কোটি পাউন্ড যোগ হবে বলে প্রত্যাশা ছিল।

হিসেবে এ অর্থ দেশটির অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার ঋণের তুলনায় কিছুই না। কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকেই ঋণ বেড়েছে দেশটির।

ফ্রান্স ও অন্যান্য অনেক দেশও একই ধরনের কর আরোপের ব্যাপারে বিবেচনা করছে, এরইমধ্যে অনেকে আবার কর আরোপও করেছে।       

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রোববার যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেছেন, “আমরা এ ব্যাপারে পরিষ্কার যে এটি একটি সাময়িক কর যা উপযুক্ত বৈশ্বিক সমাধান এলে সরিয়ে নেওয়া হবে। এবং আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে লক্ষ্যে পৌঁছাতে কাজ করছি।”