চুক্তি নবায়ন করলো মোজিলা, গুগল

গুগলকেই ফায়ারফক্স ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন রাখতে চুক্তি নবায়ন করেছে মোজিলা এবং গুগল। ফলে অন্তত ২০২৩ সাল পর্যন্ত ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকবে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2020, 04:32 PM
Updated : 16 August 2020, 04:32 PM

প্রযুক্তি সাইট ভার্জ বলছে, এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠান দু’টি। চলতি বছরের বসন্তের শেষ নাগাদ আসতে পারে চুক্তির ঘোষণা।

বছরে ৪০ থেকে ৪৫ কোটি মার্কিন ডলারে এই চুক্তি হয়েছে বলে ধারণা করছে জেডিনেট। গুগল ও মোজিলার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষে।

মোজিলার মুখপাত্র জাস্টিন ও’কেলি বলেন, “গুগলের সঙ্গে মোজিলার সার্চ অংশীদারিত্ব চলছে, বিশ্বের অনেক দেশে ফায়ারফক্স ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল।”

“সম্প্রতি আমরা এই অংশীদারিত্বের মেয়াদ বাড়িয়েছি এবং এই সম্পর্ক বদলাচ্ছে না,” যোগ করেন ওই মুখপাত্র।

করোনাভাইরাস মহামারীর প্রভাবে সম্প্রতি আড়াইশ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মোজিলা, যা প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় এক চতুর্থাংশ।

গুগল, রাশিয়ার ইয়ানডেক্স এবং চীনের বাইদুর মতো সার্চ ইঞ্জিনগুলো থেকেই বেশির ভাগ আয় করে মোজিলা। ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন রাখতে মোজিলাকে মূল্য দেয় প্রতিষ্ঠানগুলো।