যৌন অসদাচারণ: ইউবিসফট জ্যেষ্ঠদের একযোগে পদত্যাগ

যৌন অসাদচরণের অভিযোগ পর্যালোচনার পর বেশ কয়েকজন কর্মীর পদত্যাগের খবর জানালো ভিডিও গেইম নির্মাতা ফরাসী প্রতিষ্ঠান ইউবিসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 04:04 PM
Updated : 13 July 2020, 04:04 PM

পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক এবং কানাডিয়ান স্টুডিও’র মানবসম্পদ বিভাগের বৈশ্বিক প্রধান। প্রতিষ্ঠানটি বলছে, “কর্মস্থল সংস্কৃতি” উন্নত করতেই এসেছে এ পরিবর্তন। -- খবর রয়টার্সের।

এর আগে, এ সপ্তাহের শুরুতে নিজেদের ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিম ব্যেলঁ’র প্রতিষ্ঠান ছাড়ার খবর শুনিয়েছিল ইউবিসফট।

“সাম্প্রতিক সময়ে কিছু অভিযোগ ও অসদাচরণ এবং অনুপযুক্ত আচরণের অভিযোগের ভিত্তিতে করা কঠোর পর্যালোচনার পরবর্তী ধাপ হচ্ছে পদত্যাগগুলো”। - এক বিবৃতিতে বলেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানিয়েছে, অভিযোগ পর্যালোচনায় বাইরের বিশেষজ্ঞ পরামর্শকদের সহযোগিতা নিয়েছিল ইউবিসফট।

ব্লুমবার্গের এক প্রতিবেদন জানিয়েছে, অসদাচরণের অভিযোগ আসার পরপরই দুই জন উচ্চপদস্থ নির্বাহীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

এক নারীর টুইটের মধ্য দিয়ে জুনে ভিডিও গেইম শিল্পেও পৌঁছালো মিটু আন্দোলন - মন্তব্য এসেছে রয়টার্সের প্রতিবেদনে।