করোনাভাইরাস: এবার ইতালিতে বিক্রয় কেন্দ্র বন্ধ অ্যাপলের

করোনাভাইরাস ছড়ানো আটকাতে ইতালিয়ান সরকারের আদেশে ৭ ও ৮ মার্চ দেশটির বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 09:21 AM
Updated : 6 March 2020, 09:21 AM

ইতালির প্রধানমন্ত্রী গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন, ভাইরাস ছড়ানো বন্ধে সব মাঝারি এবং বড় বিক্রয় কেন্দ্র বন্ধ করা হবে। তারই ‌ধারাবাহিকতায় এবার বিক্রয় কেন্দ্র বন্ধ করছে অ্যাপল-- খবর আইএএনএস-এর।

এর আগে ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইগি ডি মায়ো বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে “ইতালিয়ান নাগরিকদের সুরক্ষা এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর সমর্থনে” সরকার কঠোর পরিশ্রম করছে যাতে শীঘ্রই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়।

ইতালিতে করোনাভাইরাসে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন ৩০৮৯ জন। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ১০৭ জন।

এরই মধ্যে চীনে বিক্রয় কেন্দ্রগুলো পুনরায় চালু করতে শুরু করেছে অ্যাপল। প্রতিষ্ঠানের চীনা ওয়েবসাইটে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৪২টির মধ্যে ২৯টি বিক্রয় কেন্দ্র খোলা ছিলো, যদিও সীমিত সময়ের জন্য।

চীনের বাণিজ্যিক কার্যালয় এবং কন্টাক্ট সেন্টারগুলোও সাময়িকভাবে বন্ধ রেখেছিল অ্যাপল।

গত সপ্তাহেই অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, ভাইরাসের কারণে চীনে প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কমবে এবং দেশটিতে পণ্য উৎপাদনেও প্রভাব পড়বে। বিশ্বজুড়ে আইফোনের বিক্রি কমে যাওয়ায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যবসায় প্রভাব পড়বে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের দাবি চীনের বাইরে অন্যান্য দেশগুলোতে এখন পর্যন্ত প্রতিষ্ঠানের পণ্য এবং সেবার চাহিদা অত্যন্ত ভালো।