নতুন ম্যাক নকশার পেটেন্ট করালো অ্যাপল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2020 09:36 PM BdST Updated: 27 Jan 2020 09:36 PM BdST
-
ছবি: অ্যাপল/ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস
নতুন ধারার ম্যাক নকশা নিয়ে আসার জন্য সুনাম রয়েছে অ্যাপলের। এবার কাঁচের পাতের ম্যাক নকশা পেটেন্ট করিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত ডেস্কটপ ম্যাকের কথা মাথায় রেখেই ওই নকশার পেটেন্ট পেতে আবেদন করেছে অ্যাপল। পেটেন্ট আবেদনের সঙ্গে থাকা নকশা চিত্রের বরাতে দেখা গেছে, একক কাঁচের হালকা বাঁকানো পাত হবে নতুন ওই ম্যাকের বাহ্যিক কাঠামো। পেছনের অংশে থাকবে ‘ওয়েজ’, আর নিচে ঠিক মধ্যখান বরাবর থাকবে ‘স্লট’। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।
স্লটটির মাধ্যমে ম্যাকটির সঙ্গে জুড়ে নেওয়া যাবে কিবোর্ড। আর পেছনের ‘ওয়েজ’-এর মাধ্যমে ঘরের উপাদানের সঙ্গে যোগ করে নেওয়া বা ভাররক্ষণের কাজটি করা সম্ভব হবে। ‘ডিসপ্লে অ্যাঙ্গেল’ পাল্টাতে বা ভাঁজ করে ‘সিস্টেম বন্ধ’ করে দেওয়ার স্বার্থে কাঁচের পাতের বাকানো অংশে পরিবর্তন আনার কথাও ভেবে রেখেছে অ্যাপল।
তবে, খুব শীঘ্রই দেখা মিলছে না কাঁচের পাতের ওই ম্যাকের। বর্তমানে এ ধরনের ম্যাক আনতে গেলে কারিগরি সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে বলেই উল্লেখ করেছে এনগেজেট। পেটেন্ট আবেদনটির মাধ্যমে অ্যাপল কীভাবে নকশা তৈরি করে তা পরিষ্কার বুঝা যায় বলেও উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।
সময় এলে যে গতানুগতিক ধারার ডেস্কটপ ম্যাকের নকশা পাল্টে ফেলতে অ্যাপল দেরি করবে না, সে বিষয়টি এখন পরিষ্কার।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি