এয়ারপোর্টের মনিটরে গেইম খেলছিলেন তিনি!

এয়ারপোর্টের তথ্য দেখানোর মনিটরে গেইম খেলে আটক হয়েছেন এক ব্যক্তি। ওরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা করছিলেন ওই ব্যক্তি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 04:35 PM
Updated : 21 Jan 2020, 04:35 PM

১৬ জানুয়ারি স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় এয়ারপোর্টের একটি মনিটরের সংযোগ বিচ্ছিন্ন করে নিজের প্লেস্টেশন ৪-এর সঙ্গে যুক্ত করেন তিনি। আটকের সময় এপেক্স লিজেন্ড গেইমটি খেলছিলেন ওই গেইমার-- খবর সিএনএনএন-এর।

পুরো বিষয়টি ক্যামেরায় ভিডিও করেছেন টুইটার গ্রাহক স্টেফান ডায়েজ। ভিডিওর ক্যাপশনে ওই গ্রাহক লিখেছেন, “এয়ারপোর্টের একটি মনিটরে নিজের ভিডিও গেইম সংযুক্ত করেছেন এই ব্যক্তি।”

ভিডিওতে দেখা গেছে হেডফোনে অন্যান্য গেইমারদের সঙ্গে কথা কথাও বলছিলেন আটক ব্যক্তি।

ওই মনিটরটিতে এয়ারপোর্টের ম্যাপ দেখানো হতো বলে জানিয়েছেন এয়ারপোর্টের মুখপাত্র কামা সায়মন্ডস।

এয়ারপোর্টের কর্মকর্তারা যখন ওই ব্যক্তিকে গেইমটি মনিটর থেকে বিচ্ছিন্ন করতে বলেন। তখন গেইমারের জবাব ছিলো অপ্রত্যাশিত। “তিনি অত্যন্ত নম্রভাবে কর্মকর্তাদেরকে বলেন, আমি কী গেইমটি শেষ করতে পারি?”-- বলেন সায়মন্ডস।

“এটা অবশ্যই এমন কিছু নয় যা আমরা চালিয়ে যেতে দিতে পারি। কারণ, যাত্রীদের পর্দার তথ্যগুলো দরকার,” যোগ করেন সায়মন্ডস।