গুগল সার্চে ‘বিরক্তিকর’ আইকন

ডেস্কটপের গুগল সার্চের নকশায় বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল। সার্চের ফলাফলে আনা হয়েছে ‘ফেভিকন আইকন’, যা অনেকের কাছেই ‘বিরক্তিকর’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 06:24 AM
Updated : 19 Jan 2020, 06:24 AM

সাধারণত গুগল সার্চের ফলাফল দেখানো হয় পরিচ্ছন্নভাবে। নতুন ফেভিকন যোগ করায় সার্চের ফলাফল এলোমেলো হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে-- খবর আইএএনএস-এর।

কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় ব্রাউজারের ট্যাব বারে ওই সাইটের যে ছোট আইকনটি দেখানো হয় সেটিকেই বলা হয় ফেভিকন। এবার গুগল সার্চের ফলাফলেও সাইটের এই আইকনগুলো দেখতে পারবেন গ্রাহক।

কী কারণে গুগল এমন পরিবর্তন এনেছে তার কোনো স্পষ্ট ব্যাখা দেওয়া হয়নি। মোবাইল ডিভাইসের গুগল সার্চে প্রথম এই নকশা আনে প্রতিষ্ঠানটি। সার্চের ফলাফল থেকে গ্রাহক কোন সাইটে ক্লিক করছেন তা যাতে আরও ভালোভাবে বোঝানো যায় সেজন্যই এই ফিচারটি যোগ করে গুগল।

নতুন নকশায় ফলাফলে ‘অ্যাড’ আইকনও যোগ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। গ্রাহক যাতে ফলাফল থেকে বিজ্ঞাপনগুলো সহজে আলাদা করতে পারেন সেজন্যই যোগ করা হয়েছে এই আইকন।

গুগলের পক্ষ থেকে বলা হয়, নতুন সার্চ ফলাফল একটি ‘ভিজুয়াল রিফ্রেশ’, যা আগের বছরই মোবাইল ডিভাইসে চালু করা হয়েছে।