মাসে এক লাখ ‘মেইট এক্স’ বিক্রি করছে হুয়াওয়ে

প্রতি মাসে এক লাখ ইউনিট ফোল্ডএবল মেইট এক্স স্মার্টফোন বিক্রি করছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, শুধু চীনেই বিক্রি হচ্ছে এতো ফোন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 03:39 PM
Updated : 12 Jan 2020, 03:39 PM

সবমিলিয়ে দুই মাস ধরে চীনের বাজারে বিক্রি হচ্ছে মেইট এক্স স্মার্টফোন। সে হিসেবে দুই লাখ ফোল্ডএবল ফোন বিক্রি করেছে হুয়াওয়ে। কোনো একক বাজারে এতো ফোল্ডএবল ফোন বিক্রি হওয়ার বিষয়টি অবাক করার মতোই। -- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

গত বছরের নভেম্বর থেকে চীনের বাজারে বিক্রি হচ্ছে মেইট এক্স। এদিকে, দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাংয়ের ফোল্ডএবল গ্যালাক্সি ফোল্ড দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি হচ্ছে সেপ্টেম্বর থেকে। প্রথম ফোল্ডএবল আনার হিসেবে স্যামসাং ও হুয়াওয়েকে বাজারে প্রতিদ্বন্দ্বী ধরা হয়ে থাকে।

দুটি প্রতিষ্ঠানই নিজেদের ফোল্ডএবল বাজারে আনতে সময় নিয়েছে। গত বছরের জুলাইয়ে বাজারে আসার কথা থাকলেও নভেম্বরে বাজারে পা রাখে মেইট এক্স। স্ক্রিন ও অন্যান্য ইসুতে নিজেদের ফোল্ডএবলও কয়েকমাস পরে বাজারে এনেছে স্যামসাং।

উল্লেখ্য, চীনের বাজারে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল হুয়াওয়ের ফোল্ডএবল স্মার্টফোন ‘মেইট এক্সের’ প্রথম ব্যাচ।  ফোনটির বিক্রয়মূল্য ধরা হয়েছিল ১৬৯৯৯ ইউয়ান।