গবেষণা ও উন্নয়নে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের

বছরের প্রথম নয় মাসে আরঅ্যান্ডডি খাতে রেকর্ড বিনিয়োগের কথা জানিয়েছে স্যামসাং। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ বলা হয়েছে ১৩১০ কোটি মার্কিন ডলার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 09:17 AM
Updated : 18 Nov 2019, 09:17 AM

আগের বছর একই সময়ের চেয়ে এই খাতে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির বিনিয়োগ বেড়েছে ১৪.৬ শতাংশ-- খবর আইএএনএস-এর।

২০১৯ সালের প্রথমার্ধেই আরঅ্যান্ডডি খাতে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে মোট ১০১০০০০ কোটি কোরিয়ান ওন।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের বিক্রি খাতের চেয়ে  আরঅ্যান্ডডি খাতে খরচ  বেড়েছে নয় শতাংশ, যা আগের বছরের চেয়ে ৭.৭ শতাংশ বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ৫জি’র মতো নতুন প্রযুক্তিগুলোতে উদ্ভাবন বাড়ানোর লক্ষ্যেই আরঅ্যান্ডডি খাতে বিনিয়োগ বাড়িয়েছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের নতুন চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই প্রযুক্তিগুলো।

আরঅ্যান্ডডিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বছরের প্রথম নয় মাসে দক্ষিণ কোরিয়ায় ২৪৪৬টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৮২১টি পেটেন্ট করেছে প্রতিষ্ঠানটি।