এ মাসেই চীনের বাজারে আসছে হুয়াওয়ের মেইট এক্স

চলতি মাসের শেষ নাগাদ চীনের বাজারে ফোল্ডএবল স্মর্টফোন মেইট এক্স-এর বিক্রি শুরু করতে যাচ্ছে হুয়াওয়ে।

মো. ফয়সাল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 10:18 AM
Updated : 15 Oct 2019, 10:18 AM

অগাস্ট মাসে ডিভাইসটি বাজারে আনার কথা থাকলেও বাড়তি পরীক্ষার কথা বলে তারিখ কয়েক দফা পিছিয়েছে প্রযুক্তি জায়ান্ট চীনা প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস এক প্রতিবেদনে বলেছে, হুয়াওয়ে সম্ভবত দু’টি সংস্করণে ফোনটি বাজারে আনবে। একটিতে থাকবে কিরিন ৯৮০ এবং অপরটিতে থাকবে কিরিন ৯৯০ চিপসেট। এ ছাড়াও ডিভাইসটিতে থাকতে পারে ৫জি সমর্থন।

বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পরই হুয়াওয়ে মেইট এক্স ৩সি সার্টিফিকেশন এবং নেটওয়ার্ক এক্সেস লাইসেন্স পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুয়াওয়ে মেইট এক্স এর ভাঁজ খুললে এর পর্দার মাপ হয় আট ইঞ্চি, যেখানে স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের পর্দার মাপ ৭.৩ ইঞ্চি। আর ভাঁজ করা অবস্থায় মেইট এক্স এবং গ্যালাক্সি ফোল্ডের পর্দার মাপ যথাক্রমে ৬.৬ ইঞ্চি এবং ৪.৬ ইঞ্চি।

হুয়াওয়ে মেইট এক্স এর অপারেটিং সিস্টম থাকছে অ্যান্ড্রয়েড ৯.০। ব্যাটারি থাকবে ৪৫০০এমএইচ। ফাস্ট চার্জিং সমর্থন করবে ডিভাইসটি।

অন্যদিকে ইতোমধ্যেই ‘গ্যালাক্সি ফোল্ড’ নামে প্রথম ফোল্ডএবল স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং।