হ্যাকিংয়ে ফাঁস যৌন কর্মীর গ্রাহকদের তথ্য
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2019 04:42 PM BdST Updated: 14 Oct 2019 04:45 PM BdST
-
ছবি-রয়টার্স
নেদারল্যান্ডসে যৌন কর্মীদের ওয়েবসাইটে প্রবেশ করে আড়াই লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হুকার্স ডটএনএল ওয়েবসাইট থেকে গ্রাহকদের ইমেইল, ইউজারনেইম এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ড চুরি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, চ্যাট রুম সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে এই হামলা চালিয়েছে হ্যাকার দল। আগের মাসেই এই ত্রুটি ধরতে পেরেছিলো ওয়েবসাইটটি।
চুরি করা ডেটা ডার্ক ওয়েব মার্কেটপ্লেইসে বিক্রির জন্য দেওয়াও হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডাচ গণমাধ্যম এনওএস-কে সাইটটির মিডিয়া মুখপাত্র টম লবারম্যান বলেন, হুকারস ডটএনএল এই বিষয়টিতে “খুশি নয়”।
লবারম্যান আরও বলেন, যেসব যৌন কর্মী সাইটটি ব্যবহার করেছেন এবং যেসব গ্রাহক সাইটে ভিজিট করেছেন তাদের ডেটা চুরি এবং বিক্রি হয়ে থাকলে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ওয়েবসাইটটি তার অ্যাকাউন্টধারীদেরকে তথ্য ফাঁসের ব্যাপারে অবহিত করেছে বলেও জানিয়েছেন লবারম্যান।
গ্রাহকদেরকে পাসওয়ার্ড বদল করার পরামর্শ দিয়েছে সাইটটি।
অনলাইনে বিক্রির জন্য তোলা তথ্যের কিছু অংশ পেয়েছেন এনওএস-এর প্রযুক্তি সম্পাদক জশ শেলেভিস। ইমেইল ঠিকানা দিয়ে গ্রাহককে শনাক্ত করা খুব কঠিন হবে না বলেও জানিয়েছেন তিনি।
সন্দেহভাজন হ্যাকারের সঙ্গেও যোগাযোগ করেছেন শেলেভিস। জবাবে হ্যাকার বলেন, হামলার বিষয়ে তিনি অনুতপ্ত নন।
এনওএস-কে ওই হ্যাকার বলেন, “আমি শয়তান নই। আপনার ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হলো কখন হয়েছে।”
কিছু মানুষ ডেটা কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন ওই হ্যাকার।
অন্যদিকে হ্যাকারওয়ান-এর প্রযুক্তি বিভাগের প্রকল্প ব্যবস্থাপক প্রাশ সোমাইয়া বলেন, হ্যাকারস ডটএনএল-এর মতো সাইটে হামলা হ্যাকারদের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো। কারণ, এর মাধ্যমে তারা ডেটা বিক্রি করতে পারবে আবার গ্রাহককে ব্লাকমেইলও করতে পারবে।
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি