নদীর তলদেশে ১৫ মাস: সক্রিয় আইফোন

নদীর তলদেশে প্রায় ১৫ মাস পড়ে থাকার পরও সক্রিয় অবস্থায় পাওয়া গেছে এক আইফোন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 01:27 PM
Updated : 1 Oct 2019, 01:28 PM

চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাাইনার এদিস্তো নদীর তলদেশে আইফোনটি খুঁজে পান মাইকেল বেনেট নামের এক ইউটিউবার। আইফোনটি একটি পানি নিরোধী কেইসে ভরা ছিলো বলে দেখা গেছে মাইকেলের ভিডিওতে-- খবর আইএএনএস-এর।

এক সাক্ষাৎকারে বেনেট বলেন, ডিভাইসটির মালিককে খুঁজে পাওয়াটা কষ্টকর ছিল। পাসওয়ার্ড দেওয়া থাকায় ডিভাইসটি আনলক করে এর থেকে মালিকের তথ্য বের করতে পারছিলেন না তিনি।

আইফোন থেকে সিম কার্ডটি খুলে অন্য ডিভাইসে সিম লাগিয়ে সেখান থেকে মালিকের তথ্য বের করেন বেনেট।

উপযুক্ত প্রমাণের পর আইফোনটি তার মালিক এরিকা বেনেটের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ২০১৮ সালের জুন মাসে পরিবারের সঙ্গে ভ্রমণের সময় আইফোনটি হারিয়েছিলেন তিনি।

আশ্চর্যের বিষয় হলো ডিভাইসটি কার্যকর অবস্থায়ই তার মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।

আইফোনের মালিক এরিকা বলেন, “এটা অনেকটা আবেগের বিষয় কারণ আমি সর্বশেষ তার (বাবার) কাছ থেকে যেই বার্তা পেয়েছি তা ছিলো এমন, ‘হেই আমি তোমার সঙ্গে ফোন ট্যাগ খেলছি, তাই আমি তোমাকে বার্তা দিচ্ছি, তুমি কেমন বোধ করছো?’ আমার মনে হয় এরপর তিনি আমাকে কল করেছেন। আমি অনেকটা নিশ্চিত এটা বাবা দিবস ছিলো।”