খুলে দেওয়া হয়েছে ১১০০ কোটি মার্কিন ডলার খরচে তৈরি চীনের মেগা এয়ারপোর্ট। দেশটির ৭০ বর্ষপূর্তি উদযাপনের আগের দিন উন্মুক্ত করা হলো নতুন এই এয়ারপোর্টটি।
Published : 26 Sep 2019, 02:32 PM
বুধবার আনুষ্ঠানিকভাবে ডাশিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নতুন এই এয়ারপোর্টটির পরিধি সাত লাখ বর্গমিটার, যা ৯৮টি ফুটবল মাঠের সমান।
এয়ারপোর্ট কাউন্সিল-এর তথ্যমতে আটলান্টার পর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট এখন বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে চাপ কমাতেই নতুন এয়ারপোর্ট বানানো জরুরী ছিলো বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বলা হচ্ছে, একক ভবনে বিশ্বের দীর্ঘতম টার্মিনাল এখন ডাশিং এয়ারপোর্ট। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে বেইজিংয়ে আকাশপথে যাত্রীর সংখ্যা হবে ১৭ কোটি । এর বড় একটি অংশ এখন এই এয়ারপোর্ট ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে।
বধুবার থেকে নতুন এই এয়ারপোর্টে সাতটি অভ্যন্তরীণ এয়ারলাইন্স যাত্রা শুরু করেছে। স্থানীয় সময় বিকাল ৪টা ২৩ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্স একটি এয়ারবাস এ৩৮০-এর মাধ্যমে প্রথম ফ্লাইট শুরু করে।
ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথি প্যাসিফিক এবং ফিনএয়ার-এর মতো আন্তর্জাতিক এয়ারলাইনগুলোও ইতোমধ্যে ডাশিং এয়ারপোর্টের রুট ঘোষণা করেছে।
ছবি- রয়টার্স
একই শহরে দুইটি বড় আন্তর্জাতিক এয়ারপোর্ট এমন শহরগুলোর তালিকায় এবার নাম উঠলো বেইজিংয়ের। এই তালিকায় আরও আছে নিউ ইয়র্ক এবং লন্ডনসহ অন্যান্য শহরের।
১৯৫৮ সালে চালু করা হয় বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট। ১০ কোটির বেশি যাত্রী এখন এই এয়ারপোর্টটি ব্যবহার করেন।
নতুন কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে?
চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উপ পরিচালক ঝ্যাং রুই বলেন,
০১. যাত্রীরা নিজেরাই বিভিন্ন কিয়ষ্কে গিয়ে সেলফ চেক ইন করতে পারবেন। যাত্রী শনাক্তকরণের জন্য ব্যবহার করা হবে ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি।
০২. ব্যাগ তল্লাশির জন্য ব্যবহার করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি।
০৩. অতিরিক্ত ওজনের ব্যাগ বহনের বেলায় যাত্রীরা আলি পে বা উইচ্যাট পে’র মতো ডিজিটাল ব্যবস্থা ব্যবহার করতে পারবেন।
০৪. যাত্রীর ব্যাগে ডিজিটাল ট্যাগ ব্যবহার করা হবে যার মাধ্যমে ব্যাগের অবস্থান জানা সম্ভব হবে।
০৫. এই এয়ারপোর্টে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যে যাত্রী টার্মিনাল ভবনে পৌঁছার পর থেকেই কাগজমুক্ত (পেপারলেস) পরিবেশ পাবেন।