ছবির ‘লেখা’ সার্চ করতে দেবে গুগল ফটোস

লেন্স প্ল্যাটফর্মে এআই ফিচার যোগ করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে গুগল ফটোস লাইব্রেরিতে ছবির ওপরের লেখা ধরে সার্চ করতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 06:20 PM
Updated : 25 August 2019, 06:20 PM

চলতি মাসেই এআই ফিচারটি চালু করা হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছে গুগল।

৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, এই ফিচারের মাধ্যমে গ্রাহক ছবি থেকে লেখা কপি করতে এবং সেগুলো ডকুমেন্ট বা নোটে পেস্ট করতে পারবেন।

অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপের পাশাপাশি ওয়েব ক্লায়েন্টেও এই ফিচারটি কাজ করবে বলে জানানো হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

ইতোমধ্যেই কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি চালু করা হয়েছে। তবে আইওএস ডিভাইসে এখনও এটি আসেনি।

গুগলের পক্ষ থেকে বলা হয়, “এই মাস থেকে শুরু করে আমরা ছবির ওপর লেখা দিয়ে আমরা ওই ছবিটি সার্চ করার সুযোগ দিচ্ছি। একবার ছবিটি পাওয়ার পর লেন্স বাটন চেপে আপনি লেখা কপি ও পেস্ট করতে পারবেন।”