গেইমিংয়ে নজর বাড়াচ্ছে ফেইসবুক

মোবাইল অ্যাপে গেইমিংয়ের জন্য আলাদা ট্যাব উন্মুক্ত করেছে ফেইসবুক। আলাদা এই ট্যাবে গেইমিং কনটেন্টগুলো দেখতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 04:55 PM
Updated : 17 March 2019, 04:55 PM

নতুন এই ট্যাবটি খুলতে সাইডবারে আনা হয়েছে একটি বাটন। গ্রাহক চাইলে বাটনটি অ্যাপের ন্যাভিগেশন বারেও বসাতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

ফেইসবুকের ‘ইনস্ট্যান্ট গেইমস’-এর পাশাপাশি নতুন গেইমগুলো দেখানো হবে আলাদা এই ট্যাবে। স্ট্রিমারদের গেইমিং ভিডিও এবং গেইমিং গ্রুপগুলোও দেখানো হবে এখানে।

বলা হচ্ছে, টুইচ এবং ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী গেইম স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর মতো কিছু গেইমিং গ্রাহক ধরতেই এই পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।

নতুন এই ট্যাবটি ধীর ধীরে উন্মুক্ত করছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ ছাড়া আলাদা একটি গেইমিং অ্যাপেরও বেটা সংস্করণ পরীক্ষা করছে ফেইসবুক। বর্তমান গেইমিং ট্যাবের চেয়ে আরও বেশি ফিচার পাওয়া যাবে এই অ্যাপটিতে।