ফাঁস হলো হুয়াওয়ে’র ফোল্ডএবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরুর আগেই ফাঁস হয়েছে হুয়াওয়ের ফোল্ডএবল ৫জি স্মার্টফোন। নতুন এই ডিভাইসটির ব্যানারের ছবি টুইটারে দিয়েছেন এক গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 08:12 AM
Updated : 23 Feb 2019, 08:12 AM

ব্যানারে নতুন এই ফোল্ডএবল স্মার্টফোনের নাম বলা হয়েছে হুয়াওয়ে মেইট এক্স-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

কয়েক মাস ধরেই ফোল্ডএবল ৫জি ফোন নিয়ে কথা বলছে হুয়াওয়ে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের নিমন্ত্রণপত্রেও ডিভাইসটির ঘোষণা এবং সংক্ষিপ্ত টিজার দেওয়ার অঙ্গীকার করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।

ডিভাইসটির ব্যানারে খুব বেশি তথ্য দেওয়া হয়নি। শুধু ডিভাইসটির নাম নিশ্চিত হওয়া গেছে।

ব্যানারে হুয়াওয়ের পক্ষ থেকে ডিভাইসটিকে “বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোল্ডএবল ৫জি ফোন” দাবি করা হয়েছে। সদ্য উন্মোচন করা ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে হয়তো হুয়াওয়ের এই দাবির বিপক্ষে কিছু বলার থাকতেও পারে।

ধারণা করা হচ্ছে, পর্দা ভাঁজ করার ক্ষেত্রে স্যামসাংয়ের চেয়ে ভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে মেইট এক্স ডিভাইসে। ডিভাইসটির পর্দা বাইরের দিকে ভাঁজ করে ফোনের আকার দেওয়া হবে। গ্যালাক্সি ফোল্ডের ক্ষেত্রে ভাঁজ করা হয় ভেতরের দিকে।