রাস্তার গতি সীমা দেখাবে গুগল ম্যাপস

গুগল ম্যাপস-এর আপডেটে যোগ হচ্ছে নতুন ফিচার। এবারে রাস্তার গতি সীমা দেখাবে অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 11:50 AM
Updated : 20 Jan 2019, 11:50 AM

রাস্তায় দীর্ঘকালীন যাত্রায় সহায়ক হতে পারে নতুন এই ফিচারটি। আপডেটের ফলে ম্যাপের কোণায় ওই রাস্তার গতি সীমা দেখানো হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই আনা হচ্ছে ফিচারটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

রাস্তার গতি সীমা দেখানোর পাশাপাশি গ্রাহক যাতে ম্যাপে গতি মাপার ক্যামেরা চিহ্নিত করতে পারেন সেজন্য আইকনও দেখানো হবে এতে।

ভার্জের প্রতিবেদবে আরও বলা হয়, গ্রাহক যখন কোনো গতি সীমার অঞ্চলে প্রবেশ করবেন তখন তাকে ভয়েস নোটিফিকেশন দেওয়া হবে।

আপাতত নির্দিষ্ট কিছু দেশে ফিচারটি উন্মুক্ত করছে গুগল। এর মধ্যে রয়েছে ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এ ছাড়া গতির ক্যামেরা আইকন উন্মুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে।

২০১৬ সাল থেকেই এই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে গুগল। এর আগে শুধু স্যান ফ্রান্সিসকো এবং ব্রাজিলের রিও ডি জেনেরিওতে চালু ছিল ফিচারটি।

সম্প্রতি অ্যাপলের কারপ্লে অ্যাপেও যোগ করা হয়েছে গতি সীমা দেখানোর ফিচারটি।