ভ্রমণার্থীদের জন্য স্টারশিপ রকেট ‘দেখালেন’ মাস্ক

ভ্রমণার্থীদের মহাকাশে নেওয়ার লক্ষ্যে নতুন স্টারশিপ রকেটের ছবি দেখিয়েছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 02:03 PM
Updated : 13 Jan 2019, 02:03 PM

নিজের টুইট পোস্টে মাস্ক বলেন, ভবিষ্যতে এই রকেটে করে মানুষকে মঙ্গল গ্রহে নেওয়া হতে পারে। আর এতে করেই মানুষকে চাঁদের আশপাশেও ভ্রমণে নেওয়া যেতে পারে। এমনটা হলে মহাকাশে ভ্রমণার্থী পাঠানো প্রথম প্রতিষ্ঠান হবে স্পেসএক্স-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

এর আগেও স্টারশিপ রকেটের ‘রেন্ডারিং’ দেখিয়েছেন মাস্ক। এবার টুইটারে রকেটটি বাস্তব ছবি দিয়েছেন তিনি।

ছবিসহ নিজের টুইট বার্তায় মাস্ক বলেন, “স্পেসএক্স টেক্সাস লঞ্চ সাইটে পরীক্ষামূলক স্টারশিপ ফ্লাইট রকেট একত্রিত করার কাজ শেষ হয়েছে। এটি বাস্তব ছবি, রেন্ডারিং নয়।”

“এটি সাবঅরবিটাল ভিটিওএল পরীক্ষার জন্য। অরবিটাল সংস্করণটি আরও লম্বা, বাইরের আবরন আরও মোটা এবং ডগার দিকটা মসৃণভাবে বাঁকানো।”

এই মডেলটি দিয়ে ছোট পরিসরে উৎক্ষেপণ ও ল্যান্ডিং পরীক্ষা করা হবে।

পরবর্তীতে বিশাল এই রকেটের ভিডিও দিয়ে আরেকটি টুইট করেছেন মাস্ক।

চলতি মাসের শুরুতে স্পেসএক্স প্রধান বলেন, চার সপ্তাহের মধ্যে স্টারশিপ রকেটের পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে জটিলতা দেখা দেওয়ায় আট সপ্তাহের কথা বলা হয়।

আগের বছরের নভেম্বরে ‘বিগ ফ্যালকন রকেট’ নাম পরিবর্তন করে ‘স্টারশিপ’ রাখে স্পেসএক্স।