৫ ডিসেম্বর কংগ্রেসের মুখোমুখি পিচাই

মার্কিন কংগ্রেসে ওয়েব জায়ান্ট গুগলের বহুল আলোচিত শুনানির দিন ধার্য করা হয়েছে ৫ ডিসেম্বর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 12:51 PM
Updated : 14 March 2019, 04:27 PM

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, শুনানিতে গুগল প্রধান হাউজ জিডিশিয়ারি কমিটির প্রশ্নের মুখোমুখি হবেন। এতে সার্চ জায়ান্টটির সার্চ রেজাল্টে রাজনৈতিক পক্ষপাত ও ‘ড্রাগনফ্লাই’ নিয়ে প্রশ্ন করা হবে। ড্রাগনফ্লাই হচ্ছে প্রতিষ্ঠানটির সেন্সরড সার্চ ইঞ্জিন যা চীনা বাজারকে উদ্দেশ্য করে বানানো হয়েছে।

এই শুনানি নিয়ে তাৎক্ষণিকভাবে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে ভার্জ-এর প্রতিবেদনে। 

এই উদ্বেগ নিয়ে বলতে ওয়াশিংটনে যাওয়া পিচাইয়ের জন্য এবারই প্রথম নয়। কিন্তু এর আগের বার এ বিষয়ে তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে ছিলেন। অন্যদিকে, এবারের শুনানি পুরোপুরি প্রকাশ্য হবে, এতে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষদের নজর থাকবে। 

চলতি বছর সেপ্টেম্বরে একটি প্রকাশ্য শুনানিতে অংশ নিতে গুগল অসম্মতি প্রকাশের পর প্রতিষ্ঠানটিকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। তবে ওই শুনানিতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ও মাইক্রোব্লগিং সাইট টুইটার-এর প্রধান নির্বাহী জ্যাক ডরসি অংশ নিয়েছিলেন। ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ চলতি বছর এপ্রিলে দুইদিন ব্যাপী শুনানিতে অংশ নিয়েছিলেন।