প্রথম ৫জি চিপের পরীক্ষা চালাচ্ছে হুয়াওয়ে

প্রতিষ্ঠানের প্রথম ৫জি সমর্থনকারী ‘কিরিন ৯৯০’ প্রসেসরের পরীক্ষা চালাচ্ছে হুয়াওয়ে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে উন্মুক্ত করা হতে পারে এই প্রসেসরটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 03:34 PM
Updated : 11 Nov 2018, 03:34 PM

নতুন এই প্রসেসরের পরীক্ষা চলাতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি (টিএসএমসি)-এর সঙ্গে কাজ করছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।

কিরিন ৯৯০ প্রসেসরটি তৈরি করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের সাত ন্যানোমিটার ট্রানজিস্টর ব্যবহার করে-- খবর আইএএনএস-এর।

নতুন চিপের উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, ইতোমধ্যেই কিরিন ৯৯০ সিস্টেম অন চিপ (এসওসি) নিয়ে কাজ শুরু করেছে হুয়াওয়ে। এই চিপটির পরীক্ষার খরচ অনেক বেশি। প্রতিটি পরীক্ষার জন্য প্রায় ২০ কোটি ইউয়ান খরচের কথা জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে “ব্যালং ৫০০০ ৫জি” মডেমের সঙ্গে আসবে নতুন কিরিন ৯৯০ প্রসেসর।

চলতি বছরের অগাস্ট মাসে নতুন কিরিন ৯৮০ চিপ উন্মোচন করে হুয়াওয়ে। বর্তমানে প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ব্যবহার করা হচ্ছে এই প্রসেসর।

আগের মাসে যুক্তরাজ্যের লন্ডনে উন্মোচিত হুয়াওয়ে মেইট ২০ সিরিজে প্রথম ব্যবহার করা হয় কিরিন ৯৮০ প্রসেসর।

কিরিন ৯৮০ বিশ্বের প্রথম প্রসেসর যাতে ‘এলটিই ক্যাটেগরি ২১’ সমর্থন করে এমন মডেম রয়েছে এবং এর ডাউনলিংক গতি সেকেন্ডে ১.৪ গিগাবিট।