কেমব্রিজ অ্যানালিটিকায় ফেইসবুকের জরিমানা ‘সামান্য’

কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় ফেইসবুকের জরিমানার অঙ্ককে প্রতিষ্ঠানের জন্য সামান্য বলেই মনে করা হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 05:27 PM
Updated : 28 Oct 2018, 05:27 PM

সম্প্রতি তথ্য কেলেঙ্কারির ঘটনায় সামাজিক মাধ্যমটির পাঁচ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা নিশ্চিত করে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কার্যালয়। জরিমানার এই অঙ্ককে ফেইসবুকের মতো বড় প্রতিষ্ঠানের জন্য ‘বালতির মধ্যে একটি বিন্দুর মতো’ বলে মন্তব্য করা হচ্ছে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এক বিবৃতিতে আইসিও প্রধান বলেন, “আমরা এই ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেই এবং আগের আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হয়েছে।”

অন্যদিকে ফেইসবুককে জরিমানা করার পর অনেক বিশেষজ্ঞই মনে করছেন খুব অল্প সময়ের মধ্যেই এই ক্ষতি পুষিয়ে নেবে প্রতিষ্ঠানটি।

আগের প্রান্তিকে ফেইসবুকের মোট আয় হয়েছে ৫১০ কোটি মার্কিন ডলার।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়, ফেইসবুক যে হারে আয় করছে সে হিসাবে জরিমানার অঙ্ক ফেরত পেতে প্রতিষ্ঠানের সময় লাগবে ১৫ মিনিটের কিছুটা বেশি সময়।

চলতি বছরের মে মাসে নতুন জিডিপিআর বাস্তবায়ন হয় যুক্তরাজ্যে। এর আগে পুরানো তথ্য সুরক্ষা আইন অনুযায়ী এটিই ছিল সর্বোচ্চ জরিমানা।

প্রতিষ্ঠানটিকে জরিমানা করে আইসিও জানায়, “স্পষ্ট সম্মতি ছাড়াই” ফেইসবুক অ্যাপ ডেভেলপারদেরকে গ্রাহকের তথ্য নেওয়ার সুযোগ দিয়েছে।


আরও খবর-