গুগলের প্রতি অ্যাপে নির্মাতাদের গুণতে হবে ৪০ ডলার?

নতুন লাইসেন্সিং ব্যবস্থায় হার্ডওয়্যার নির্মাতাদেরকে নিজেদের ডিভাইসে গুগল অধীনস্থ প্রতিটি অ্যাপ ব্যবহারে ৪০ ডলার পর্যন্ত গুণতে হতে পারে। আগের লাইসেন্সিং ব্যবস্থাকে ইউরোপিয়ান ইউনিয়ন চলতি বছর প্রতিযোগিতাবিরোধী হিসেবে বিবেচনার পর নতুন এই ব্যবস্থা আনলো অ্যালফাবেট অধীনস্থ এই ওয়েব জায়ান্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 12:51 PM
Updated : 20 Oct 2018, 12:51 PM

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র শুক্রবার এ খবর জানিয়েছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।    

নতুন এই ফি ২৯ অক্টোবর থেকে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়াতে আসতে যাওয়া অ্যান্ড্রয়েডচালিত যে কোনো স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য প্রযোজ্য হবে বলে মঙ্গলবার এক ঘোষণায় জানায় গুগল।

এক্ষেত্রে সর্বনিম্ন ফি হবে আড়াই ডলার আর এই অংক দেশ আর ডিভাইসের আকারের উপর নির্ভর করবে। নির্মাতাদের দিক থেকে অধিকাংশই ২০ ডলারের মতো পরিশোধ করবে বলে ওই সূত্র জানিয়েছে। 

এক্ষেত্রে গুগল প্লে, অ্যাপ স্টোর, জিমেইল আর গুগল ম্যাপস একসঙ্গে নিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের খরচ কিছুটা কমাতে পারবে। এই ব্যবস্থায় গুগল ডিভাইস নির্মাতাদেরকে সার্চ আর ক্রোম থেকে আসা আয়ের একটি অংশ দেবে।